বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


সেই ঘাতক গাড়ি।

ফের কলকাতায় বড়সড় পথ দুর্ঘটনা। চিংড়িঘাটায় পথচারীদের ধাক্কা মারল বেপরোয়া গাড়ি। এর নিয়ন্ত্রণহীন সেই গাড়ি আটকাল গার্ডরেলে। পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটি নিকো পার্কের দিক থেকে বাইপাসের দিকে আসছিল। কিন্তু বাইপাসে ওঠার আগেই পথচারীদের ধাক্কা মারতে মারতে গাড়িটি এগিয়ে আসছিল। ভয় পেয়ে পথচারীরা রাস্তায় ছোটাছুটি শুরু করেন। পুলিশ গাড়িটিকে আটকানোর চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। শেষে পুলিশ গাড়িটি বাইপাসে ওঠার পর গার্ড রেল ফেলে আটকানোর চেষ্টা করে। এ বার গাড়িটি গার্ড রেল দুমড়ে মুচড়ে থামে ।
জানা গিয়েছে, গাড়ির ধাক্কায় সিভিক ভলেন্টিয়ার-সহ মোট আটজন গুরুতর আহত হয়েছেন। এঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটে বেলা একটা নাগাদ। তীব্র গতিতে লাল রঙের ওই ঘাতক গাড়িটি নিকো পার্কের দিক থেকে চিংড়িহাটার দিকে এগিয়ে আসছিল। চিংড়িহাটার দিকে আসার পথে একে একে একাধিক গাড়ি ও পথচারীদের ধাক্কা মারে গাড়িটি। এর মধ্যে ৩টি গাড়িকে ধাক্কা মেরে কার্যত দুমড়ে মুচড়ে দিয়েছে ওই গাড়িটি। থানায় নিয়ে যাওয়া হয়েছে ৩টি গাড়ির সঙ্গে ওই গাড়িটিকেও। এও জানা গিয়েছে, চিংড়িহাটা ওই গাড়িকে আটকানোর চেষ্টা করেন কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার। কিন্তু গাড়িটি থামেনি। উলটে ওই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে গাড়ি।
আরও পড়ুন:

স্নানের জলে এই ৩ উপাদান ভালো করে মিশিয়ে নিন, শরীর ভালো থাকবে, ত্বকও হবে উজ্জ্বল

উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’

পুলিশ সূত্রে খবর, এই ভয়াবহ দুর্ঘটনায় মোট আটজন গুরুত্ব আহত হয়েছেন। তাঁদের মধ্যে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সিভিক ভলেন্টিয়ার-সহ দু’জনকে। বাকিদের এসএসকেএম এবং চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খরব, এঁদের মধ্যে আশঙ্কাজনক অবস্থা তিনজনের। পুলিশ ঘাতক গাড়ি ও তার চালককে আটক করেছে।

দীর্ঘদিন ধরে গুগল পে থেকে ভালো ক্যাশব্যাক পাচ্ছেন না? মুশকিল আসানে রইল টিপস

কাজ প্রায় শেষের পথে, রেলমন্ত্রীর সময় পেলে বড়দিনের আগেই মেট্রো ছুটবে জোকা-তারাতলা রুটে

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার রাতে তারাতলাতেও একটি পথ দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ারের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। মৃত সিভিক ভলান্টিয়ারের অমিত চক্রবর্তী প্রতিদিনের মতো সেদিনও রাস্তার মোড়ে কর্তব্যরত ছিলেন। এমন সময় হঠাৎ করে একটি অ্যাম্বাসেডর নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে।

Skip to content