বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় তিনি পা রাখবেন শুক্রবার, ৩০ ডিসেম্বর। তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে শুক্রবার হাওড়া স্টেশনের তিনটি প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল করবে না। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রেল।
বুধবার এ নিয়ে রেল একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়া স্টেশন পরিদর্শনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর নিরাপত্তাজনিত কারণে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
আরও পড়ুন:
কোভিড পরীক্ষার নেগেটিভ রিপোর্ট হাতে না থাকলে ভারতে প্রবেশ করতে পারবেন না ছয় দেশের যাত্রী, নতুন নিয়ম কেন্দ্রের
কোভিড টিকা ইনকোভ্যাক সবার জন্য নয়, কারা এই টিকা নিতে পারবেন? কাদের জন্য ঝুঁকি? বিশেষজ্ঞের মতামত কী
ওই তিন প্ল্যাটফর্মে ট্রেন চলবে না ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২টো পর্যন্ত। ২৯ ডিসেম্বর রাত ১২টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২টোর মধ্যে যে সব ট্রেন ওই তিন প্ল্যাটফর্মে যাতায়াতের কথা ছিল, সেগুলি অন্য প্ল্যাটফর্মে দাঁড়াবে।
আরও পড়ুন:
ছোটদের যত্নে: শিশু পেটের ব্যথায় ভুগছে? তাহলে শিশু বিশেষজ্ঞের এই পরামর্শগুলি মেনে চলুন
ইংলিশ টিংলিশ: Types of Sentences কাকে বলে জান কি?
প্রধানমন্ত্রী আগামী ৩০ ডিসেম্বর সকালে বিশেষ উড়ানে কলকাতায় পৌঁছবেন। তিনি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ উদ্বোধন করবেন। এই উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও রাজ্যে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। নতুন বছরে বাংলাতেও চলবে ‘বন্দে ভারত এক্সপ্রেস’। প্রধানমন্ত্রী হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার এই বিশেষ ট্রেনটি উদ্বোধন করবেন।