বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী।

দশমীর গভীর রাতে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত হয়েছে তিন জনের। এই ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন। পুলিশ ওই বাসটির কন্ডাক্টর এবং হেল্পারকে আটক করেছে। বাসচালক পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। শিয়ালদহের মুচিপাড়া এলাকায় একটি বাস তীব্র গতিতে এসে ছ’জনকে ধাক্কা মারে। এতে প্রাণ হারান অদিতি গুপ্ত (১৮)। এই ঘটনায় আহত হন অদিতির পরিবার-পরিজনের মোট পাঁচ সদস্য। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’জনের শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে এক পুরুষ ও এক মহিলার মৃত্যু হয়।
আরও পড়ুন:

মালবাজারে হড়পা বানে মৃত ৮ জনের তালিকা প্রকাশ করল প্রশাসন, মোদীর শোকপ্রকাশ, চলছে উদ্ধারকাজ

ত্বকের পরিচর্যায়: উৎসবের মরসুমে চাই ত্বকের বিশেষ যত্ন? কী কী মেনে চলবেন? রইল ত্বক বিশেষজ্ঞের পরামর্শ

জানা গিয়েছে, সবাই মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। এঁদের বাড়ি দক্ষিণ বন্দর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবাই শিয়ালদহ উড়ালপুল দিয়ে হাঁটছিলেন। তখনই এনআরএস থেকে রাজাবাজারের দিকে যাওয়া ৪৬ নম্বর রুটের একটি এসে তাঁদের ধাক্কা মারে। অদিতির ঘটনাস্থলেই মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে এসএসকেএমে নিয়ে গেলেও পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁদের স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।

Skip to content