যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট আর তিন নম্বর গেটের ঠিক মাঝে, যাদবপুর বিদ্যাপীঠের পাশে অবস্থিত ‘রেডিয়ো-অ্যাকটিভ স্যান্ডউইচ রেভোলিউশন’। নাম শুনেই বুঝতে পারছেন যে স্যান্ডউইচের মোক্ষম আড়ৎ এই স্ট্রিট ফুড কার্ট। তবে হ্যাঁ, ঘাবড়ানোর কিছু নেই, এই স্যান্ডউইচগুলিতে সত্যিই কোনও তেজস্ক্রিয় পদার্থ নেই!
ভেজ আর নন ভেজ, দুই কিসিমের স্যান্ডউইচ রয়েছে এখানে। ভেজের মধ্যে সুইটকর্ণ, পোটাটো, মাশরুম আর পনিরের আছে। নন ভেজের মধ্যে রয়েছে এগ, চিকেন, ফিশ আর হ্যাম। চিজের অপশনও রয়েছে। এছাড়াও রয়েছে কিছু ডেজার্ট অপশন। যেমন কাপ-কেকের মধ্যে রয়েছে লেমন ড্রিজ্জেল, মার্বেল কাপ-কেক ইত্যাদি। আর তা ছাড়াও রয়েছে ব্রেড লোফের অপশন। গলা ভেজানোর জন্যে পানিয়ের মধ্যে রয়েছে রকমারি ভ্যারাইটির চা ও কফি।
আরও পড়ুন:
কলকাতার পথ-হেঁশেল, পর্ব-১৬: মোমো চিত্তে!
উত্তম কথাচিত্র, পর্ব-৫৪: সে যেন অন্য এক ‘পূনর্মিলন’
বসে খান, বা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে খান, সবটাই আপনার ওপর। বসে খেতে গেলে ফ্রি-তে গানও শুনতে পাবেন রেডিয়ো-অ্যাকটিভ স্যান্ডউইচ রেভোলিউশনের কার্টের স্পিকারে।
ও হ্যাঁ, তিন নম্বর গেটের ঠিক পাশে সাইকেল দাঁড়িয়ে থাকে রেডিয়ো-অ্যাকটিভ স্যান্ডউইচ রেভোলিউশনের। হাঁটার প্রতি ভক্তি হারালে বা খিদের জ্বালা চাগাড় দিলে, এই সাইকেলম্যানও তৈরি আপনার সকল স্যান্ডউইচ খাদ্যবাসনা পূরণ করতে।
ও হ্যাঁ, তিন নম্বর গেটের ঠিক পাশে সাইকেল দাঁড়িয়ে থাকে রেডিয়ো-অ্যাকটিভ স্যান্ডউইচ রেভোলিউশনের। হাঁটার প্রতি ভক্তি হারালে বা খিদের জ্বালা চাগাড় দিলে, এই সাইকেলম্যানও তৈরি আপনার সকল স্যান্ডউইচ খাদ্যবাসনা পূরণ করতে।
আরও পড়ুন:
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-২৬: স্বপ্নে আমার মনে হল
চলো যাই ঘুরে আসি, অন্নপূর্ণা বেস ক্যাম্পের পথে, পর্ব-৩: অবশেষে অভাবনীয় প্রাপ্তি ও স্বপ্নপূরণ
দাম দর বেশ পকেটসই। চা-কফি পনেরো থেকে চল্লিশ টাকার মধ্যে। ডেজার্ট পাবেন পনেরো থেকে কুড়ি টাকার ভিতর। স্যান্ডউইচ খেতে চাইলে খসতে পারে তিরিশ থেকে ষাট টাকার মতো।
তবে? এক কাপ চা আর স্যান্ডউইচের ওপর একদিন আড্ডা হয়ে যাক?
ছবি: নিজস্ব চিত্র
তবে? এক কাপ চা আর স্যান্ডউইচের ওপর একদিন আড্ডা হয়ে যাক?
ছবি: নিজস্ব চিত্র
* কলকাতার পথ-হেঁশেল (kolkata-street-foods): শ্রুতিদীপ মজুমদার, (Shrutideep Majumder) ভোজনরসিক।