বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এবার ভালোবেসে বা আশ্বাস যোগাতে প্রিয় মানুষকে আলিঙ্গন করতে চাইলে বুঝে শুনে করবেন। না হলে আপনার নামেও হতে পারে আলিঙ্গন-মামলা। অবাক হচ্ছেন? কিন্তু এমনই ঘটনা ঘটেছে চীনের হুনান প্রদেশে। সহকর্মীর আলিঙ্গনে ভেঙে গিয়েছে পাঁজরের তিনটি হাড়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কর্মস্থলে মহিলা সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে আবেগ বশত পুরুষ সহকর্মী তাঁকে জোরে আলিঙ্গন করেন। কিন্তু এতই জোরে তাঁকে জড়িয়ে ধরেন যে, নিজেকে ছাড়াতে রীতিমতো ওই মহিলাকে চিৎকারও করতে হয়। ঘটনার সময় তিনি তেমন কিছু টের না পেলেও, বাড়ি পৌঁছতেই তাঁর যন্ত্রণা বাড়তে থাকে। কয়েকদিন বাড়িতে ঘরোয়া চিকিৎসা করেও যখন যন্ত্রণা কমছে না তখন তিনি হাসপাতালে ছোটেন।
বুকের এক্স-রে করার পর দেখা যায় ওই মহিলার ডান দিকের দু’টি পাঁজর এবং বাঁ দিকের একটি পাঁজর ভাঙা। বিষয়টি জানার পর তাঁর অভিযোগ, তীব্র জোরে আলিঙ্গনই তাঁর কাল হয়ে দাঁড়িয়েছে। যার কারণে হাসপাতালের মোটা অঙ্কের বিলের পাশাপাশি অসহ্য যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। মহিলার দাবি, তাঁর জমানো সব টাকাই চিকিৎসার কাজে খরচ হয়ে গিয়েছিল। তাই সুস্থ হওয়ার পর ওই সহকর্মীর সঙ্গে বিষয়টি নিয়ে একটি রফা করতে চেয়েছিলেন মহিলা।
কিন্তু ওই পুরুষ সহকর্মী পাল্টা দাবি করেন, তাঁর আলিঙ্গনের কারণেই পাঁজর ভেঙেছে এটার কোনও প্রমাণ আছে? ব্যাস, আপস-আলাপে যখন কাজ হল না তখন সহকর্মীর বিরুদ্ধে আদালতে আলিঙ্গন-মামলা করেন। আর সেই মামলার শুনানিতে আদালত ওই সহকর্মীকে ১০ হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা) জরিমানা করলেন। আদালত যুক্তি দিয়েছে যে, এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, মহিলা কোনও ভারী কাজ করতে গিয়ে এমনটা ঘটেছে। এছাড়াও ওই মহিলা সাক্ষী হিসেবে হাজির করেছিলেন তাঁর আরেক সহকর্মীকে। তাঁর কথায়, আলিঙ্গনের সময় ব্যথায় ওই নারীকে জোরে চিৎকার করতে দেখেছিলেন তিনি।

Skip to content