বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


অবশেষে আমেরিকার কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি দক্ষিণ চিন সাগর এড়িয়ে তাইওয়ানের রাজধানী তাইপেইয়ের শোংসান বিমানবন্দরে পৌঁছেছেন। জানা গিয়েছে, ন্যান্সি পেলোসি এবং তাঁর সফরসঙ্গীদের বিমান অবতরণের সময় আলো কমিয়ে দেওয়া হয় বিমানবন্দরের। শুধু তাই নয়, সে সময়য়ই চিনা যুদ্ধবিমানের উপস্থিতি তাইওয়ানের আকাশসীমার কাছে দেখা যায়। মূলত নিরাপত্তার কারণে বিমান অবতরণের সময় আলো কমিয়ে দেওয়া হয় বলে মনে করা হচ্ছে।
একটি ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, তাইওয়ান সরকারের প্রতিনিধিরা তাইপেই বিমানবন্দরে টর্চ জ্বালিয়ে পেলোসি এবং তাঁর সঙ্গীদের স্বাগত জানাচ্ছেন। ভারতীয় সময় রাত ৮টা নাগাদ (সেখানকার স্থানীয় সময় সাড়ে ১০টা) পেলোসি তাইওয়ানে অবতরণের পর একধিক টুইট করেন। টুইটে তিনি লেখেছেন, ‘আমেরিকা তাইওয়ানের শক্তিশালী গণতন্ত্রের প্রতি সম্মান ও সমর্থন জানাতে প্রতিশ্রুতিবদ্ধ। মুক্ত এবং উদার ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনের জন্য তাইওয়ানের নেতৃত্বের সঙ্গে আমরা আলোচনা করব।’


Skip to content