এক কথায় ভয়াবহ দুর্ঘটনা। এয়ার শো চলাকালীন দু’টি বিমানের মধ্যে সজোরে ধাক্কা লাগল মাঝ আকাশে। মুহূর্তে গুঁড়িয়ে গেল বিমান দুটি। এই দুর্ঘটনায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। বিমান সংঘর্ষের সেই মুহূর্তের সেই ভিডিয়োও প্রকাশ্যে এসেছে।
একটি এয়ার শো-এর আয়োজন করা হয়েছিল টেক্সাসের ডালাস এগ্জিকিউটিভ বিমানবন্দরে। সেই এয়ার শোয়ে একটি বড়সড় বোয়িং বি-১৭ বম্বার বিমানের সঙ্গে একটি ছোট বেল পি-৬৩ কিংকোবরা বিমানের সংঘর্ষ হয়।
আরও পড়ুন:
করোনা আক্রান্ত ৮০০ যাত্রী, জাহাজে বন্দরে ভিড়তেই ছড়াল আতঙ্ক, কোভিড সতর্কতা অস্ট্রেলিয়ায়
অকালেই চুল পড়ে যাচ্ছে? কোন তেলে চুল বেশি তাজা হবে?
ভিডিয়োয় দেখা গিয়েছে, বম্বার বিমানটি আকাশে নিজের গতিপথ ধরেই এগোচ্ছিল। কিছুটা যাওয়ার পর পাশ থেকে উড়ে আসে বেল পি-৬৩ কিংকোবরা। সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে বোয়িং বি-১৭ বম্বার বিমানকে ধাক্কা মারে। মুহূর্তেই মাঝ আকাশে বিমান দুটি গুঁড়িয়ে নীচে পড়ে যায়। সংঘর্ষের পর আগুনের ফুলকিও দেখা যাচ্ছে।
Where is the second plane? I don’t see it
— Rhaenys is the true queen (@nathan_price011) November 12, 2022
আরও পড়ুন:
‘হেরাফেরি’, ‘ফির হেরাফেরি’ পর হাসাতে আসছে ‘হেরাফেরি ৩’? তিন নম্বর সিক্যুয়েলে এই অভিনেতাদের দেখা যাবে?
বিদ্যুতের বিলে সাশ্রয় হবে, যদি মনে রাখেন এই বিষয়গুলি
এই এয়ার শো দেখতে টেক্সাস বিমানবন্দরে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন। তাঁদেরই ক্যামেরায় এই ভয়াবাহ দুর্ঘটনার দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে। সেই ভিডিয়ো মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। বিমান দুটির চালকরা জীবিত আছেন কি না, তাও জানাননি কর্তৃপক্ষ। তবে কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ প্রসঙ্গে ডালাসের মেয়র এরিক জনসন জানিয়েছেন, ‘‘অনেকেই দেখেছেন শহরে এয়ার শো চলাকালীন এই ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে এখনও অনেক কিছুই অজানা। ঘটনাস্থলে পৌঁছেছে জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড এবং ডালাস পুলিশ ও দমকল বাহিনী।’’