মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বেঞ্জিন নামক এক ধরনের উপাদান পাওয়া যাচ্ছে শ্যাম্পুতে। এই উপাদান থেকে তৈরি হতে পারে ক্যানসার-সহ বিভিন্ন ধরনের অসুখ-বিসুখ। এমনই অভিযোগ উঠেছে আমেরিকার বাজার চলা একাধিক প্রসাধনী সামগ্রীকে নিয়ে। সে কারণে ওই সব প্রসাধনী সামগ্রীগুলিকে তুলে নেওয়ার নির্দেশ দিল আমেরিকার খাদ্য ও ওষধ নিয়ামক সংস্থা ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ’। ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ’ এ নিয়ে তাদের ওয়েবসাইটে একটি দীর্ঘ তালিকাও প্রকাশিত করেছে। সেই তালিকায় একাধিক ‘রকাহোলিক’ শ্যাম্পু ও ‘এরোসল ড্রাই শ্যাম্পু’-র নাম রয়েছে। নাম রয়েছে ইউনিলিভারের ট্রেসামে, ডাভ, নেক্সাস-এর মতো জনপ্রিয় ব্রান্ডেরও।
‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ’ ওয়েবসাইটে তালিকা প্রকাশ করার পরই নড়েচড়ে বসে ইউনিলিভার। ২০২১ সালের অক্টোবর মাসের আগে তৈরি হওয়া শ্যাম্পু বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় সংস্থাটি। একই ভাবে ২০২১ সালেই একাধিক প্রসাধনী সামগ্রী বাজার থেকে তুলে নিয়েছিল জনসন অ্যান্ড জনসন, পি অ্যান্ড জি এবং ওল্ড স্পাইসের মতো সংস্থা। সে সময় পি অ্যান্ড জি (প্রক্টর অ্যান্ড গ্যাম্বল) তাদের কিছু প্রসাধনী সামগ্রীর উপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। ডিসেম্বরে সেই সব পরীক্ষা-নিরীক্ষা সময় কিছু প্রসাধনী সামগ্রীতে বেঞ্জিন মেলায় প্যান্টিন অ্যান্ড হার্বল এসেন্সেস ড্রাই শ্যাম্পু বাজার থেকে তুলে নেয় সংস্থাটি।
আরও পড়ুন:

অযোধ্যা: প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র / ১

ইলিশ ছাড়া ভাইফোঁটা ভাবা যায় নাকি, তৈরি করে ফেলুন লোভনীয় স্বাদের সরষে ইলিশের পদ

এদিকে, ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ’ জানিয়েছে, ‘ড্রাই শ্যাম্পু’ তৈরিতে বিশেষ ধরনের প্রোপেন ও বিউটেন ব্যবহার করা হয়, যার মূল উৎস পেট্রোলিয়াম। বেঞ্জিন পেট্রোলিয়ামের উপজাত পদার্থের মধ্যে মিশে থাকে, যা ক্ষতিকর। বেঞ্জিনের নিয়মিত সংস্পর্শে এলে গুরুতর রোগ দেখা দিতে পারে। এমনকি রক্তের ক্যানসার বা লিউকিমিয়াও হতে পারে। শ্যাম্পুগুলিতে যে পরিমাণ বেঞ্জিন পাওয়া গিয়েছে সহনীয় মাত্রার থেকে বেশি ছিল বলে জানিয়েছে ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ বা ‘এফডিএ’।

Skip to content