মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


অবশেষে ইলন মাস্ক ‘মাইক্রো ব্লগিং সাইট’ টুইটার অধিগ্রহণ করলেন। আর অধিগ্রহণ পর্ব মিটতেই তিনি সংস্থার শীর্ষ আধিকারিকদের ছাঁটাইও শুরু করে দিলেন। আমেরিকার সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ছাঁটাই করা হয়েছে করা হয়েছে টুইটারের সিইও পরাগ আগরওয়াল ও সংস্থার ‘চিফ ফিনান্সিয়াল অফিসার’ নেড সেগালকে।
বৃহস্পতিবার ইলন মাস্ক এক বিবৃতি দেন। সেই বিবৃতিতে তিনি ‘মানবতার স্বার্থেই’ টুইটার অধিগ্রহণ করার কথা জানান। টুইটারে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্ক লিখেছেন, ‘‘কেন টুইটার অধিগ্রহণ করেছি সে ব্যাপারে সবাইকে জানাতে চাই। আরও অনেক অর্থ উপার্জনের জন্য টুইটার অধিগ্রহণ করিনি। কিনেছি মানবতার জন্যই। মানবতার জন্য এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা উচিত যেখানে সবাই স্বাধীন ভাবে তাঁর মতামত প্রকাশ করতে পারবেন। বিতর্ক হবে সুস্থ পরিবেশে।’’ তিনি এও বলেছেন, ‘‘এখন পরিস্থিতি বিপজ্জনক। কট্টর দক্ষিণপন্থী ও কট্টর বামপন্থীদের কয়েকটি গোষ্ঠীতে ভাগ হতে চলেছে সমাজমাধ্যম, যা ঘৃণা ও বিভাজন বাড়াবে আমাদের সমাজে।’’

আরও পড়ুন:

সামনেই বিয়েবাড়ি? গয়নার বাক্সে থাকুক এই ৫ ধরনের গয়না

বিশ্বে এই প্রথম ওরাল টিকা চালু করল চিন, টিকা দিতে সময় লাগবে মাত্র ২০ সেকেন্ড

টুইটারে বিজ্ঞাপন নীতি কেমন হওয়া উচিত, সে বিষয়েও মাস্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, বিজ্ঞাপন ঠিক মতো ব্যবহার করলে, তা আমজনতাকে বহু তথ্য পেতে সাহায্য করবে। টুইটারের নয়া মালিক বুধবার আচমকা সান ফ্রান্সিসকোতে টুইটারের সদর প্রবেশ করেন বেসিন হাতে নিয়ে। এ ভাবে তাঁকে টুইটারের দফতরে ধুকতে দেখে সবাই অবাক হয়ে যান। এ নিয়ে একটি ভিডিয়োও পোস্ট করেন ইলন মাস্ক। এদিকে, টুইটার নিয়ে মার্কিন আদালতের রায় অনুযায়ী, শুক্রবারের মধ্যেই ধনকুবের মাস্ককে ৪ হাজার ৪০০ কোটি ডলারের অধিগ্রহণ চুক্তি চূড়ান্ত করতেই হতো।


Skip to content