বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


চিনের জে-২০ এবং তাইওয়ানের এফ-১৬ভি।

সামরিক মহড়ার জন্য ঘোষিত নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গিয়েছে আগেই। তাও এখনও তাইওয়ানকে ঘিরে তাদের ‘পরিকল্পিত’ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)। পরিস্থিতির গুরুত্ব বুঝে সম্ভাব্য চিনা হামলার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে চূড়ান্ত সামরিক প্রস্তুতি শুরু করল তাইওয়ানও। চিনা বিমানবাহিনীর মোতায়েন করেছে ‘স্টেলথ এয়ার সুপিরিওরিটি ফাইটার’ জে-২০। এ বার এর মোকাবিলায় আমেরিকার তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-১৬ভি মোতায়েনের করল তাইপেই।
বুধবার তাইওয়ানের বায়ুসেনা পূর্ব হুয়ালিয়েন কাউন্টির বিমানঘাঁটিতে তাদের ‘যুদ্ধ প্রস্তুতি’-র ছবি প্রকাশ্যে এনেছে। সেই ছবিতে দেখা গিয়েছে, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সজ্জিত এফ-১৬ভি দাঁড়িয়ে রয়েছে। চিন সাগরের দ্বীপরাষ্ট্র তাইওয়ানের দাবি, রাতে অত্যাধুনিক ছ’টি অস্ত্রসজ্জিত যুদ্ধবিমান টহলদারি উড়ান চালিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ‘চিনের আগ্রাসনের সামনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে তাইওয়ান’।

Skip to content