বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


অধ্যাপক অরুণ মজুমদার

শিল্পপতি জন ডোয়ের এবং তাঁর স্ত্রী অ্যানের অর্থসাহায্যে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে গড়ে তোলা হবে ‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’ নামে এক গবেষণা প্রতিষ্ঠান। আর আমেরিকা প্রবাসী বঙ্গসন্তান অরুণ মজুমদার তার শীর্ষে থাকবেন৷
বিশ্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংকটের মোকাবিলার জন্য গবেষণার উদ্দেশ্যে প্রায় ৭,৭৬০ কোটি টাকা ব্যয়ে সেখানে গড়ে তোলা হচ্ছে নতুন এই প্রতিষ্ঠান। এই প্রথম এমন প্রতিষ্ঠান গড়া হচ্ছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অধ্যাপক অরুণের নাম ‘স্ট্যানফোর্ড ডোয়ের স্কুল অব সাস্টেইনেবলিটি’-র ডিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে অরুণ প্রতিক্রিয়া, বিশ্বের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে প্রতিষ্ঠানটি গবেষণালব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগের পথে হাঁটবে।’ অরুণ সম্পর্কে শিল্পপতি জন ডোয়ের বক্তব্য: অধ্যাপক অরুণ মজুমদারের দক্ষতার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। উল্লেখ্য, বিশিষ্ট অধ্যাপক অরুণ মজুমদার একাধিক নামী প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে সামলেছেন৷

Skip to content