বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

‘মানিকে মাগে হিতে’ গানটি শোনেননি এমন মানুষ বোধহয় খুব কমই আছে। কয়েকমাস আগে এই গানটির জনপ্রিয়তা বিশ্বজুড়ে ছড়িয়ে পরে। সেই গানটিই যাঁর কণ্ঠে শোভা দিয়েছিল তিনি হলেন গায়িকা ইয়োহানি ডি সিলভা। শ্রীলঙ্কার সেনাকর্তার কন্যা ইয়োহানি এবার তার নিজের দেশের হয়ে সাহায্য প্রার্থনা করলেন গানের মধ্য দিয়ে। তার ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন— গানে এমন ভাষা রয়েছে যা সবাইকে জুড়ে নেয়। আমি আশা করি আমার গান শ্রীলঙ্কার পাশে থাকার সমর্থন যোগাতে সাহায্য করবে। আমি কয়েক সপ্তাহ যাবৎ ভারতে রয়েছি। কিন্তু আমার মন পড়ে রয়েছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষের সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশের মানুষের কষ্ট দেখে, এমন সময় তাঁদের পাশে দাঁড়াতে না পেরে বুক ফেটে যাচ্ছে। ইয়োহানির এই ভিডিও বার্তায় এও বলেন, আমি শিল্প ও ব্যক্তি হিসাবে সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি এবং আমার গানের দল কারও অনুগ্রহ ও সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও আমরা এই নীতি বজায় রাখবো। তবে দেশের একজন প্রতিনিধি হিসেবে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছে।
শ্রীলঙ্কাকে প্রতিবেশি রাষ্ট্রগুলি সাহায্য করুক এবং পাশে দাঁড়াক, এমনটাই চান গায়িকা। তবে গানের মধ্য দিয়ে কেন করা হল সেই আবেদন সে কথাও তিনি তার ভিডিওটিতে জানিয়েছেন। গায়িকার বক্তব্য, আমি বিশ্বাস করি কথার চেয়ে গানে বেশি ভালো কাজ হয়। আমি শ্রীলঙ্কার সতীর্থদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারা দেশের এই সঙ্কটজনক পরিস্থিতিতে পাশে দাঁড়াতে চান। আমি আশা করি ভারত ও সমগ্র বিশ্ব আমাদের এই উদ্যোগকে সমর্থন করবে এবং শ্রীলঙ্কার মানুষের পাশে দাঁড়াবে। এই ধরনের সমর্থন চাওয়ার পর তিনি ক্ষমাও চেয়েছেন।
সামগ্র বিশ্বের কাছে পরিষ্কার শ্রীলঙ্কার এখনকার পরিস্থিতি। নিত্যপ্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে পেট্রোল, ডিজেল ও ওষুধের দাম আকাশচুম্বী। সাধারণ মানুষের বিক্ষোভ শান্তিপূর্ণ থাকলেও কোথাও কোথাও জলকামান ও কাঁদানে গ্যাস চলছে। লোডশেডিং হচ্ছে নিত্য। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একটি উপদেষ্টা গোষ্ঠী গঠন করেছেন। সেই গোষ্ঠী সঙ্কটমুক্তির সম্ভাব্য উপায় খুঁজে দেখার পাশাপাশি আইএমএফ-এর সঙ্গে কথা বলবেন বলেও জানা গিয়েছে।

Skip to content