মঙ্গলবার ১৫ এপ্রিল, ২০২৫


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

বিক্ষোভ দমনে সক্রিয় হল শ্রীলঙ্কার সেনা। প্রতিরক্ষা মন্ত্রক সশস্ত্র বাহিনীকে হিংসা ঠেকাতে ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ দিয়েছে। পূর্ব উপকূলের ত্রিঙ্কোমালি নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সূত্রে খবর, রাজাপক্ষে নৌঘাঁটিতে আশ্রয় নিয়েছেন আন্দোলনকারী সেটিকে ঘিরে ফেলেছেন। তাই পরিস্থিতিকে কড়া হাতে নিয়ন্ত্রণ করতে ‘দেখা মাত্র গুলির’ নির্দেশ দেওয়া হয়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারাণা।
থমথমে রাজধানী কলম্বো। হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমেছেন। আগুন লাগিয়ে দেওয়া হয় সরকারি কার্যালয়, বাড়ি, দোকানে। এমনকী, শাসকদলের এমপি এবং নেতাদের বাড়িতেও হামলা চালানো হয়। সোমবার সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর মঙ্গলবার বিক্ষোভ আরও ছড়িয়ে পড়ে শ্রীলঙ্কা জুড়ে। নিরাপত্তার কথা ভেবে রাজাপক্ষে ও তাঁর পরিবারের সদস্যদের নৌঘাঁটিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাক্তন ক্রিকেটার অর্জুন রণতুঙ্গা দেশের এই সংকটজনক পরিস্থিতি প্রসঙ্গে বলেন, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছিলেন মানুষ। পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার বদলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ ঠিকমতো করতে পারলে এই ঘটনা ঘটত না। অন্যদিকে, দেশের এই উদ্ভূত পরিস্থিতিকে কীভাবে মোকাবিলা করা যায় সেজন্য প্রেসিডেন্ট গোতাবায় রাজাপক্ষেকে দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকার পরামর্শ দিয়েছেন শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধন।

Skip to content