শনিবার ২৩ নভেম্বর, ২০২৪

ছবি: প্রতীকী

পাকিস্তানের বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হল স্পাইসজেটের একটি বিমানকে। মঙ্গলবার দুপুরে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবরটি পাওয়া গিয়েছে। জরুরি অবতরণ করা বিমানটি দিল্লি থেকে দুবাইয়ে যাচ্ছিল। মূলত যান্ত্রিক ত্রুটির জন্যই করাচি বিমানবন্দরে বিমানটিকে জরুরি তড়িঘড়ি অবতরণ করানো হয়।
নির্ধারিত সময়েই দিল্লি থেকে স্পাইসজেটের এসজি ১১ উড়ানটি উড়েছিল। আচমকা মাঝপথে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে তৎক্ষণাৎ বিমানটির পাকিস্তানের করাচি বিমানবন্দরের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি অবতরণ করে বিমানটি।
উল্লেখ্য, গত তিন মাসের মধ্যে স্পাইসজেটের বিমানে আটবার যান্ত্রিক ত্রুটি দেখা দিল। স্পাইসজেট জানিয়েছে, দিল্লি থেকে দুবাইগামী স্পাইসজেটের বি৭৩৭ বিমানের ইন্ডিকেটকরের আলোর যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় করাচিতে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানের সব যাত্রী নিরাপদে রয়েছেন। যাত্রীদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। দিল্লি থেকে অন্য একটি বিমান করাচিতে পাঠানো হচ্ছে। করাচিতে থাকা যাত্রীদের নিয়ে ওই বিমানটি দুবাই-এর উদ্দেশ্যে রওনা হবে।


Skip to content