বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ভয়ংকর জঙ্গি হামলায় রক্তাক্ত রাজধানী মোগাদিশু। মুম্বই হামলার হাড় হিম করা স্মৃতি ফিরল সোমালিয়ায়। শুক্রবার মোগাদিশুর একটি হোটেলের ভিতর আল-শাবাব জঙ্গি গোষ্ঠী ঢুকে এলোপাথাড়ি গুড়ি চালিয়েছে। সেই সঙ্গে একের পর এক বিস্ফোরণ করা হয় হোটেলের বাইরে। এই ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কা করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়বে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, হোটেলে অনেকে পণবন্দি করে রাখা হয়েছে।
হামলার দায় স্বীকার করে আল-শাবাব জঙ্গিগোষ্ঠী জানিয়েছে, হামলা চালাতে বিস্ফোরক আনা হয়েছিল দু’টি গাড়িতে। সেই সঙ্গে গুলিও চলে। সোমালিয়া গোয়েন্দা বিভাগ জানিয়েছে, ‘‘হোটেল হায়াতে আক্রমণ করা হয় দু’টি বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে। এর মধ্যে একটি গাড়ি সরাসরি হোটেলের গেটের সামনে আঘাত হানে।’’
জঙ্গিরা হোটেলে ঢুকে যাওয়ার পরই বিস্ফোরক ভর্তি দুটি গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। স্থানীয় সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, পুলিশ এবং নিরাপত্তা রক্ষীরা হোটেল ঘিরে ফিললে জঙ্গিরা তাঁদের দেখে গ্রেনেড ছুড়তে থাকে। এর ফলে হোটেলের ভিন্ন জায়গায় আগুন লেগে যায়।
মোগাদিসুর পুলিশের দাবি, “হোটেল থেকে কালো ধোঁয়া বেরচ্ছে। সন্দেহ করা হচ্ছে এই হোটেলের মধ্যেই জঙ্গিরা কোথাও লুকিয়ে রয়েছে। এখন পর্যন্ত ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়।” নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, এখনও পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এই জঙ্গি হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আল শাবাব। এই আল শাবাব পশ্চিম আফ্রিকায় আল কায়দার হয়ে কাজ করে। এই হাড় হিম করা জঙ্গি হামলারর তীব্র নিন্দা করেছেন সোমালিয়ার রাষ্ট্রপতি হাসান শেখ মহামুদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অনেকটা ২৬/১১-র মুম্বই হামলার ধাঁচেই মোগাদিশুর কাছাকাছি এই অভিজাত হায়াত হোটেলে হামলা চালিয়েছে জঙ্গিরা।
সোমালি পুলিশের মেজর হাসান দাহির সিএনএন-কে জানান, এখনও নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির জারি রয়েছে। এই ঘটনায় মোগাদিশুর গোয়েন্দা প্রধান মূহদিন মহামেদ আহত হয়েছেন। জঙ্গিগোষ্ঠী আল শাবাব এই হামলার দায় স্বীকার করেছে।

(সংবাদটি এই মাত্র ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিস্তারিত খবর খুব শীঘ্রই আসছে। পুরো খবরটি পড়তে পাতাটি কিছু ক্ষণ অন্তর রিফ্রেশ করতে থাকুন।)

Skip to content