বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


আমেরিকায় রক্তাক্ত চিনা নববর্ষের অনুষ্ঠান। ক্যালিফোর্নিয়ার মন্টেরে পার্ক শহরে বন্দুকবাজের হামলায় বহু মানুষের মৃত্যু হয়েছে। এমনই জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদপত্র ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’। পুলিশ ঘটনাস্থলের দখল নিয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এই ঘটনাটি ঘটল তা জানতে সময় লাগবে বলে পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলের কাচাকাছি এক রেস্তোরাঁ মালিক সিউং ওন চোইকে উদ্ধৃত করে প্রতিবেদন প্রকাশ করেছে ‘লস অ্যাঞ্জেলেস টাইমস’। সেই প্রতিবেদনে লেখা হয়েছে, ‘‘আমার রেস্তোরাঁয় তিন জন দৌড়ে এসে ঢুকেই ভিতর থেকে সদর দরজা বন্ধ করে দেন। আমাকে তাঁরা চিৎকার করে বলেন, এই এলাকায় এক বন্দুকবাজ মেশিন গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এলোপাথাড়ি গুলি চালাচ্ছে।’’

আরও পড়ুন:

হৃষ্টপুষ্ট সন্তান চাই? শীতকালে অন্তঃসত্ত্বা মায়েরা অবশ্যই এই ৫টি খাবার ডায়েটে রাখুন?

ইংলিশ টিংলিশ: জেনে নাও Unseen Comprehension এ কীভাবে পাবে ফুল মার্কস এবং পড়বে কোন Phrasal Verbগুলো

শনিবার চিনা নববর্ষ উপলক্ষে মন্টেরে পার্কে বহু মানুষ জড়ো হয়েছিল। ওই অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্দুকবাজের তাণ্ডব শুরু হয়ে যায়। স্থানীয় সময় শনিবার রাত ১০টার পরে ঘটনাটি ঘটে। যদিও ওই বন্দুকবাজকে এখনও গ্রেফতার করা হয়েছে কি না, তা পরিষ্কার নয়। এই ঘটনায় ঠিক কত জন মারা গিয়েছেন তাও জানা যায়নি।

Skip to content