বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


রাশিয়ার এক সংবাদপত্রের সম্পাদক দিমিত্রি মুরাটোভ নোবেল পুরস্কারটি উৎসর্গ করলেন খুন হওয়া তাঁর ছয় সহকর্মীর নামে। রাশিয়ায় স্বাধীনচেতা সংবাদপত্র হিসেবে ‘নোভায়া গাজেতা’ বেশ পরিচিত নাম। দিমিত্রি মুরাটোভ ওই সংবাদপত্রের সম্পাদক। ২০২১ সালে দিমিত্রি মুরাটোভ এবং ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসা একসঙ্গে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিলেন। কিন্তু এ বছর মার্চে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা করার সংবাদ লেখার কারণে সংবাদপত্রটি বন্ধ করে দেয় পুতিন সরকার। ২০০০ সাল থেকে রাশিয়ায় খবর সংগ্রহ করার জন্য তাঁর ছয় সহকর্মীকে খুন করা হয় বলে অভিযোগ। এরপর দিমিত্রি ওই ছয় সহকর্মীদের নামে তাঁর নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেন। সেই সঙ্গে আর্থিক পুরস্কার হিসেবে পাওয়া অর্থও তিনি দান করে দেন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানে। নোবেল পুরস্কার নিলামে তুলে দিমিত্রি ১০ কোটি ৩৫ লক্ষ ডলার পেয়েছেন। সেই টাকা তিনি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের শিশুদের জন্য খরচ করবেন বলে জানা গিয়েছে।

Skip to content