প্রতি কেজি ডালের দাম শ্রীলঙ্কার মুদ্রায় ৬২০ রুপি! ভাবছেন সে আবার হয় নাকি। হ্যাঁ, ঠিকই পড়েছেন। অর্থনৈতিক ভাবে দেউলিয়া শ্রীলঙ্কার এখন এমনই হাল। নাগরিকদের আকাশ ছোঁয়া দাম দিয়ে নিত্যপ্রয়োজনীয় সব্জি ও খাদ্যশস্য কিনতে হচ্ছে। আগেও দাম বেড়েছিল, তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের একদম ধরাছোঁয়ার বাইরে। বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দেখে সহজে বোঝা যাচ্ছে, কী ভয়ঙ্কর অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে শ্রীলঙ্কার নাগরিকরা।
শ্রীলঙ্কার অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০১৯-এর নভেম্বরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যে দাম ছিল, আড়াই বছরের তা তার ব্যবধান অনেকটাই বেড়েছে। ডালের দাম বেড়েছে প্রায় ৪১৭ শতাংশ! ৭৯ শতাংশ বেড়ে হয়েছে এখান প্রতি কেজি আলুর দাম ৪৩০ রুপি! ১০০ রুপি বেড়ে প্রতি কেজি চিনির দাম হয়েছে ৩৪০ রুপি। দাম বেড়েছে চালেরও। প্রায় ১৪৪ শতাংশ দাম বেড়ে চালের দাম এখন ৯০ থেকে ২২০ রুপি হয়েছে! তবে পেঁয়াজের ডান আগের থেকে একটু কমেছে।