বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


শনিবার প্রেসিডেন্টের সরকারি বাসভবনে ঢুকে পড়েন বিক্ষোভকারীরা। তাঁদের দাবি, গোতাবায়াকে ইস্তফা দিতে হবে। তার পর থেকেই প্রেসিডেন্টের বাসভবন বিক্ষোভকারীরা তছনছ করছেন। একাধিক ভিডিয়োতে দেখা গিয়েছে, কখনও বিক্ষোভকারীরা সুইমিং পুলে স্নান করছেন, কখনও বাঁ তাঁরা সরকারি ভবনের রান্নাঘরে খাওয়াদাওয়া করছেন।
অন্য একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, প্রেসিডেন্টের পালঙ্কে বিক্ষোভকারীরা শুয়ে ছবি তুলছেন। সরকারি বাসভবন খানাতল্লাশির সময়ই বিক্ষোভকারীরা খুলে ফেলেন নকল একটি আলমারির দরজা। তার পরেই তাঁদের চোখে পড়ে একটি সিঁড়ি। ধাপে ধাপে সেই সিড়ি নেমে গিয়েছে অনেকটা নীচে।
সিঁড়িটি থেমে গিয়েছে এক লোহার দরজার সামনে। সম্ভবত ওই দরজার ওপারে রয়েছে একটি বড় সুড়ঙ্গ। সন্দেহ করা হচ্ছে, সেই সুড়ঙ্গ দিয়েই কি তবে পালিয়ে গিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে? কারণ শনিবার দুপুরে প্রেসিডেন্টের বাড়িতে বিক্ষোভকারীদের জোর করে ঢুকে পড়ার কিছুক্ষণ আগেই সেখান থেকে পালিয়ে যান গোতাবায়া। যদিও তার কিছু ক্ষণ আগেই গোতাবায়া রাজাপক্ষে বাসভবন ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। তাঁর জিনিসপত্র নৌবাহিনীর জাহাজে তুলতেও দেখা গিয়েছিল।

Skip to content