বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, ২০২৪


মসজিদের ভিতরে প্রার্থনার সময় ‘আত্মঘাতী’ বিস্ফোরণ। সোমবার দুপুরে পাকিস্তানের পেশোয়ারে এই ঘটনায় অন্তত ২৮ জন নাগরিকের মৃত্যুর আশঙ্কা প্রশাসনের। জখম হয়েছেন কমপক্ষে ১৫০ জন। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে ভেঙে পড়েছে মসজিদের একাংশ।
বিস্ফোরণের পরে ওই ধ্বংসস্তূপের নীচে বহু মানুষ চাপা পড়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কত জন নীচে রয়েছেন, তা জানা যায়নি। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই বিস্ফোরণের নিন্দা করেছেন। এই ঘটনাকে ‘জঙ্গিহানা’ তকমা দিয়েছেন দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানও।
আরও পড়ুন:

বইমেলা উপলক্ষে বাস পরিষেবা বাড়াতে হবে, উদ্বোধনী মঞ্চ থেকে মন্ত্রীকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

পরিমিত মাত্রায় রেড ওয়াইন খাওয়া কি স্বাস্থ্যকর? গবেষণা কী বলছে?

সংবাদ সংস্থা রয়টার্স এও জানিয়েছে, মসজিদটি পেশোয়ারের পুলিশ লাইন এলাকায়। মসজিদে যখন প্রার্থনা চলছিল তখনই বিস্ফোরণটি ঘটানো হয়। সে সময় মসজিদে অন্তত ২৬০ জন নাগরিক ছিলেন। স্থানীয় সূত্রে খবর, এই দুর্ঘটনায় অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। ১৫০ জন আহত হয়েছেন। প্রশাসনের আশঙ্কা হতাহতের সংখ্যা বাড়তে পারে।
আরও পড়ুন:

শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? প্রাকৃতিক উপায়েই সহজে জব্দ হবে এই রোগ, কী ভাবে?

অন্দরসজ্জার ভোল পাল্টাতে গাছ লাগান, ভবে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুন

পাক সংবাদমাধ্যম ‘জিও নিউজ’-এর দাবি, আত্মঘাতী বোমারু বিস্ফোরণের আগে মসজিদের ভিতরেই ছিলেন। নমাজের জন্য মসজিদে আসা মানুষজনের মধ্যেই মিশে ছিলেন তিনি।

পেশোয়ারের পুলিশ প্রধান মহম্মদ ইজাজ খান সংবাদ সংস্থা এএফপি-কে জানিয়েছেন, বিস্ফোরণ হয় দুপুর ১টা ৪০ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন স্থানীয় পুলিশ আধিকারিকেরা। উদ্ধারকাজও শুরু হয়েছে। বিস্ফোরণের পর পুলিশ ওই মসজিদের আশপাশের এলাকা ঘিরে ফেলেছে। আহতদের উদ্ধারের পরে পেশোয়ারের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

Skip to content