মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


নেপালে ২২ যাত্রী-সহ মাঝ আকাশে নিখোঁজ হয়ে গিয়েছে একটি বিমান। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয়, তিন জাপানি। এতে রয়েছেন তিন বিমানকর্মীও। বিমানটি নেপালের পোখরা থেকে জোমসোম যাচ্ছিল। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সেটি রওনা দেয় । উড়ানের কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডারের বাইরে চলে যায় বিমানটি। আশঙ্কা করা হচ্ছে, বিমানটি হয়তো কথাও ভেঙে পড়ছে পারে বলে। নিখোঁজ বিমানটিকে খুঁজতে পাঠানো হয়েছে একটি সেনা হেলিকপ্টার।

Skip to content