সোমবার ২০ জানুয়ারি, ২০২৫


রাশিয়া-ইউক্রেনের মধ্যে এখনও যুদ্ধ জারি। এর মধ্যে ভয়ে আতঙ্কে বহু ডাক্তারি পড়ুয়া ইউক্রেন ছেড়েছেন। এবার সেই সব পড়ুয়াদের নতুন চিন্তা শিক্ষাবর্ষ নষ্ট হয়ে যাওয়া নিয়ে। এরি মাঝে রাশিয়া সেই সব ভারতীয় পড়ুয়াদের তাদের দেশের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তাব দিল। নয়াদিল্লির রুশ দূতাবাসের সহকারী প্রধান রোমান বাবুশকিন রবিবার ভারতীয় পড়ুয়াদের উদ্দেশে একথা বলেছেন। বাবুশকিন এও বলেন, ইউক্রেনে ছাত্রছাত্রীরা যে যে সেমেস্টারে পড়তেন, রাশিয়ার বিশ্ববিদ্যালয়গুলিতে তাই পড়বেন। ফলে অতিরিক্ত কোনও সময় নষ্ট হবে না। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে প্রায় ২০ হাজার ভারতীয় পড়ুয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেন ছেড়ে দেশে ফেরেন।

Skip to content