শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে ভয়াবহ ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৬। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল কাইনানতু শহর। গোরোকা, লায়ে এবং মাদাং শহরে বেশি কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কম্পনের উৎসস্থলের পার্শ্ববর্তী শহরগুলিতেই বেশি ক্ষতি হয়েছে।
আরও পড়ুন:

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, জানিয়ে দিল হাওয়া অফিস

বাগুইআটির পর বীরভূম, অপহরণ করে খুন ইঞ্জিনিয়ারিং ছাত্রকে! মৃতদেহ উদ্ধার চৌপাহাড়ি জঙ্গল থেকে

দক্ষিণ-পশ্চিম প্রশান্তমহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউ গিনিতে তীব্র ভূমিকম্পের জেরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন সবাইকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে। মাদাং শহরের এক বাসিন্দা জানিয়েছেন, “প্রবল ঝাঁকুনিতে ঘরবাড়ি খেলনার মতো দুলছিল।” অনেক রাস্তা, ঘরবাড়ি ফেটে গিয়েছে। প্রচুর বাড়ি ভেঙে গিয়েছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এর মধ্যে পড়া পাপুয়া নিউ গিনি প্রায়ই কেঁপে ওঠে।

Skip to content