বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ২৬৮ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে এখনও কেউ বেঁচে আছেন কি না তা তন্ন তন্ন করে খুঁজছেন বিপর্যয় মোকাবিলা বাহিনী।
স্থানীয় সময় বিকেল ৪টে ১৫-তে কেঁপে ওঠে পশ্চিম জাভা প্রদেশ। কম্পনের উৎস ছিল রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে পশ্চিম জাভার সিয়ানজুরে। ওই কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫.৬।
আরও পড়ুন:

মৃত্যুর পরের দিন রোগী ‘ভূত’ এলেন হাসপাতালে? হাড় হিম করা সেই দৃশ্য ভাইরাল, দেখুন ভিডিয়ো

মেটা এবং টুইটারের ছাঁটাই করা দক্ষ কর্মীদের চাকরি দিতে বিশেষ উদ্যোগী টাটার এই সংস্থা, চাকরির সুযোগ ভারতেও

কম্পনের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, রাতারাতি সিয়ানজুর শহর এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শহরের হাসপাতালগুলিও ধ্বংস হয়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। স্বাভাবিক ভাবে আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতেও প্রশাসনের হিমশিম অবস্থা।
আরও পড়ুন:

দিনদিন আপনার ত্বক যে আর্দ্রতা হারাচ্ছে বুঝবেন কীভাবে? রইল ৫টি সহজ উপায়

ফি জমা দেওয়ার সময় সমস্যার সম্মুখীন? অনলাইনে চাকরির আবেদন নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বিজ্ঞপ্তি

সোমবার মৃতের সংখ্যা ছিল ১৬২। যদিও প্রশাসন মঙ্গলবার দুপুর নাগাদ জানায়, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৬৮। বিপর্যয় মোকাবিলা বাহিনী এখনও ১৫১ জনের খোঁজ নেই। আহতের সংখ্যা অন্তত এক হাজার জন। দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক আধিকারিক জানান, ‘‘এই মুহূর্তে আমাদের লক্ষ্য ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে থাকলে তাঁদের জীবন্ত উদ্ধার করা। তার পরেই জানা যাবে মৃতের সঠিক সংখ্যা।’’

Skip to content