সোমবার ৮ জুলাই, ২০২৪


ভারত ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে, এই খবর জানতে পেরে অত্যন্ত উদ্বিগ্ন বেজিং। সেই ক্ষেপণাস্ত্রের পাল্লা কতটা, মারণক্ষমতা কেমন, নিশানায় কতটা দক্ষ প্রভৃতি খুঁটিনাটি জানতে গুপ্তচর জাহাজ নামিয়ে দিল চিন। সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, ভারতের ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে ‘উয়ান ওয়াং-৬’ নামে একটি গুপ্তচর জাহাজ ভারত মহাসাগরে ভাসিয়েছে শি জিনপিংয়ের চিন।
এই একই উদ্দেশে শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরে মাস তিনেক আগে নোঙর করেছিল চিনের আরেকটি একটি সম গোত্রীয় গুপ্তচর জাহাজ। তখন নয়াদিল্লি এ নিয়ে কলম্বোকে হুঁশিয়ারি দিলেও তা অগ্রাহ্য করে চিনা গুপ্তচর জাহাজ ‘উয়ান ওয়াং পাঁচ’ নোঙর করেছিল হাম্বনটোটা বন্দরে। জানা গিয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ও উপগ্রহের গতিবিধিতে নজরদারি চালাবে ‘উয়ান ওয়াং-৬’। এই মুহূর্তের খবর, বালি উপকূলের কাছাকাছি পৌঁছেছে চিনের সেই গুপ্তচর জাহাজ।
আরও পড়ুন:

ভোরে শিরশিরে ঠান্ডার আমেজ, নভেম্বরের প্রথম সপ্তাহে আরও পারদপতন, কলকাতায় কবে থেকে শীত?

ছোটদের যত্নে: বাচ্চা খেতেই চায় না? কী করে খিদে বাড়াবেন? কখন চিকিৎসকের কাছে যাবেন? জানুন শিশু বিশেষজ্ঞের মতামত

কেন চিনকে গুপ্তচর জাহাজ নামাতে হল? সূত্রের খবর, ইতিমধ্যে ভারত নোটাম প্রকাশ করেছে। নোটাম মানে হল, একটি নির্দিষ্ট সময়ে ভারত তার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে, এই সংবাদ জানানো। এনডিটিভি-র প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে, ওড়িশা উপকূলের কাছে আব্দুল কালাম দ্বীপ থেকে আগামী ১০ বা ১১ নভেম্বর ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে ভারত। সেই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ২,২০০ কিলোমিটার।
আরও পড়ুন:

ভারতে ছাঁটাই শুরু টুইটারের, সাড়ে ৯টার আগেই কর্মীদের কাছে ঢুকছে মেল, উদ্বেগ বাড়ছে বাকিদের

একশো কোচ নিয়ে আল্পসে ছুটল বিশ্বের দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন! পেরল ৪৮ রেল ব্রিজ ও ২৮টি টানেল

হিন্দি ‘মমতা’ ছবির শুটিংয়ে সুচিত্রা’র সংলাপ মুখস্ত করার ঘটনা ছিল অসাধারণ

পরীক্ষামূলক উৎক্ষেপণের পরে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার মাঝ বরাবর সেই ক্ষেপণাস্ত্রটি ছুটে যাওয়ার কথা ভারত মহাসাগরে। আর এই ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে বেজিং। আবার এ নিয়ে ভারতেরও যথেষ্ট চিন্তার কারণ আছে। কারণ, চিন গুপ্তচর জাহাজ ‘উয়ান ওয়াং-৬’ ভাসিয়ে যথা সম্ভব চেষ্টা করতে পারে ভারতের সেই ক্ষেপণাস্ত্রের খুঁটিনাটি তথ্য জানার।

Skip to content