সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪

রাধা আয়েঙ্গার প্লাম্ব

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আরও একজন ভারতীয় বংশোদ্ভূতকে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করলেন। রাধা আয়েঙ্গার প্লাম্ব নামে এই ভারতীয় বংশোদ্ভূতকে নিযুক্ত করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের ডেপুটি আন্ডার সেক্রেটারি পদে। রাধা আয়েঙ্গার মার্কিন সরকারের সামরিক ক্রয় ও স্থিতিশীলতা বিষয় নিয়ে কাজ করবেন। অর্থনীতির ছাত্রী এর আগে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকে চিফ অব স্টাফ পদে ছিলেন। ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অব টেকনোলজি পড়াশোনার পর অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ ও গবেষণা করেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন পোস্টডক্টরেট করার জন্য। শিক্ষকতার মাধ্যমে রাধা তাঁর কর্মজীবন শুরু লন্ডন স্কুল অব ইকনমিক্সে। ফেসবুকের গ্লোবাল হেড হিসেবেও তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়াও বিভন্ন সময়ে একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন রাধা আয়েঙ্গার প্লাম্ব।

Skip to content