বৃহস্পতিবার ৫ সেপ্টেম্বর, ২০২৪


ইমরান খান।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা দাবি, ভারত থেকে পাওয়া পুরস্কার বিক্রি করে দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান দীর্ঘ দিন ক্রিকেট খেলেছেন। এমনকি, পাকিস্তানের ক্রিকেট অধিনায়ক হিসাবে বিশ্বকাপও জিতেছেন। সেই সময় তিনি দেশকে নানা সাফল্য এনে দিয়েছিলেন। সেই সঙ্গে বহু পুরস্কারও জয় করেছিলেন। তেমনই একটি পুরস্কার বিক্রি করে দেওয়ার অভিযোগ করলেন খোওয়াজা।
এক সাক্ষাৎকারে খোওয়াজা জানিয়েছেন, “ভারত থেকে পাওয়া একটি সোনার পদক বিক্রি করে দিয়েছেন ইমরান।” পাকিস্তান মুসলিম লিগ যদিও ইমরানের পদক বিক্রি করে দেওয়া নিয়ে কিছু বলেনি। শাকিল আহমেদ খান নামে এক মুদ্রা সংগ্রাহক (যিনি পুরনো কয়েন, নোট সংগ্রহ করেন) দাবি করেছেন, ইমরান তাঁর কাছে ৩০০০ টাকার কমে পদকটি বিক্রি করে দিয়েছেন।
আরও পড়ুন:

শীতের হাঁচি-কাশি সারাতে ভরসা থাকুক আয়ুর্বেদে, কখন কী খাবেন?

সন্তান আত্মহত্যাপ্রবণ হয়ে পড়ছে কিনা বুঝবেন কীভাবে? এই সব লক্ষ্মণ দেখলে সতর্ক হোন

লাহোরের কাছে কাসুর নামে একটি জায়গায় থাকেন শাকিল। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে, ২০১৪ সালে বেশ কয়েকটি পদক কিনেছিলেন তিনি। সেগুলির মধ্যেই একটি ইমরানের পদক ছিল। সেই পদকটি ১৯৮৭ সালে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া ইমরানকে দিয়েছিল বলে খবর পাওয়া যায়।
আরও পড়ুন:

বাইরে দূরে: অযোধ্যা— ইতিহাস ও জনশ্রুতি /২

দশভুজা: ‘ওগো তুমি যে আমার…’— আজও তাঁর জায়গা কেউ নিতে পারেনি/২

উল্লেখ্য, যে ম্যাচে ইমরান এই পদকটি পেয়েছিলেন, সেই ম্যাচে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করেছিলেন সচিন তেন্ডুলকর। আব্দুল কাদির চোট পেয়ে মাঠ ছাড়ায়, তাঁর জায়গায় ফিল্ডিং করেন সচিন। তখনও ভারতের হয়ে অভিষেক হয়নি তাঁর।

Skip to content