পাকিস্তানকে সাহায্য করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তান। এরকম পরিস্থিতিতে প্রতিবেশী দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটা অনুমান করছেন প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) প্রধান অমরজিৎ সিংহ দুলাত। তিনি এও জানিয়েছেন, ভারত সরকার চলতি বছরের শেষের দিকে পাকিস্তানকে সাহায্য করতে পারে। এতে প্রতিবেশী দেশ সঙ্কট থেকে বেরিয়ে আসতে পারবে।
ঋণের দায়ে পাকিস্তান বেশ কয়েক মাস ধরে অর্থনৈতিক সঙ্কটে বিপর্যস্ত। দেশটি প্রায় দেউলিয়া হয়ে গিয়েছে। আকাশ ছুঁয়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সাধারণত মানুষ আটা, ময়দা প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য হাহাকার করছেন। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, দেশের রাজনৈতিক স্থিতাবস্থাও প্রশ্নের মুখে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, পাকিস্তানকে বিশ্ব অর্থভান্ডার অনুদান এবং ঋণ দেওয়া বন্ধ করে দেওয়ার পরই দেশের অর্থনৈতিক সঙ্কট চরম অবস্থায় পৌঁছেছে।
আরও পড়ুন:
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, পর্ব-৬
চট জলদি ত্বকের জেল্লা ফেরাতে চান? রইল কিছু ঘরোয়া ফেস প্যাকের হদিশ
অমরজিতের কথায়, আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া, চিন এবং ইরানের সখ্য দেশগুলিকে শক্তিশালী করে তুলছে। তাঁর মতে, এই বিষয়ে ভারতের সতর্ক হওয়া উচিত। প্রাক্তন র প্রধানের মতে, ভারতের বন্ধু দেশ আমেরিকার চেয়ে প্রতিবেশী পাকিস্তান অনেক নিকটে। তাই পাকিস্তানের দিকেই ভারতের মনোনিবেশ করা দরকার।
আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় চিন, রাশিয়া এবং ইরানের সখ্য দেশগুলিকে ক্রমশ শক্তিশালী করে তুলছে বলেও জানিয়েছেন অমরজিৎ। প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) প্রধানের বক্তব্য, এ নিয়ে ভারতের যথেষ্ট সতর্ক হওয়া দরকার। তিনি বলেন, আমেরিকা ভারতের বন্ধু দেশ হলেও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান অনেক কাছে। সে কারণে পাকিস্তানের দিকেই মনোনিবেশ করা দরকার ভারত সরকারের।
আন্তর্জাতিক রাজনীতির আঙিনায় চিন, রাশিয়া এবং ইরানের সখ্য দেশগুলিকে ক্রমশ শক্তিশালী করে তুলছে বলেও জানিয়েছেন অমরজিৎ। প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) প্রধানের বক্তব্য, এ নিয়ে ভারতের যথেষ্ট সতর্ক হওয়া দরকার। তিনি বলেন, আমেরিকা ভারতের বন্ধু দেশ হলেও প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান অনেক কাছে। সে কারণে পাকিস্তানের দিকেই মনোনিবেশ করা দরকার ভারত সরকারের।
আরও পড়ুন:
দু’মিনিট দাঁত মাজাই যথেষ্ট? না কি আরও বাড়তি যত্নের প্রয়োজন
শাহরুখের বিপরীতে বলিউডে অভিষেক ঘটতে চলেছে নয়নতারার, তার পরই নাকি স্বেচ্ছায় অভিনয় ছাড়ছেন তিনি
একটি সাক্ষাৎকারে অমরজিৎ বলেছেন, ‘‘যে কোনও সময়, যে কোনও পরিস্থিতিতেই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসা যায়। প্রতিবেশীকে আমাদেরই ব্যস্ত রাখতে হবে।’’
সঙ্কটে জর্জরিত পাকিস্তানের পাশে ভারত দাঁড়াবেই, অমরজিৎ এ নিয়ে নিশ্চিত কোনও তথ্য পাননি। অমরজিৎ বলেন, ‘‘আমার অনুমান, পাকিস্তানকে সাহায্য করতে পারেন মোদীজি। আমি এ বিষয়ে অভ্যন্তরীণ কোনও তথ্য পাইনি। আমার শুধু মনে হচ্ছে, এটা হতে পারে।’’
সঙ্কটে জর্জরিত পাকিস্তানের পাশে ভারত দাঁড়াবেই, অমরজিৎ এ নিয়ে নিশ্চিত কোনও তথ্য পাননি। অমরজিৎ বলেন, ‘‘আমার অনুমান, পাকিস্তানকে সাহায্য করতে পারেন মোদীজি। আমি এ বিষয়ে অভ্যন্তরীণ কোনও তথ্য পাইনি। আমার শুধু মনে হচ্ছে, এটা হতে পারে।’’