শনিবার ২০ জুলাই, ২০২৪


ইমরান খান।

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার। ইসলামাবাদ হাই কোর্টের সামনে থেকে মঙ্গলবার সকালে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী ইমরাকে হেফাজতে নিয়েছে। পাক প্রশাসন সূত্রের খবর, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার জন্য তাঁকে গ্রেফতার করা হয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরানকে গ্রেফতারের পর রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা বিরুদ্ধে মারধর অভিযোগ করেন। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি, তাঁকে গ্রেফতারের পরে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:

প্যাচপেচে গরমে রোদে বেরোলেই কি ত্বকে র‍্যাশ বেরোচ্ছে? কাজে লাগতে পারেন আইস থেরাপিকে

বিধানে বেদ-আয়ুর্বেদ: ডায়েরিয়াতে ভুগলে কী করণীয়? রইল আয়ুর্বেদ মতে সহজ সমাধান

সম্প্রতি ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি আল কাদির ট্রাস্টের জমি হস্তগত করেছেন। এ নিয়ে তাঁর বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করা হয়। সেই মামলা ইসলামাবাদ হাই কোর্টে চলছিল। মঙ্গলবার সকালে তিনি হাই কোর্টে জামিন নিতে গিয়েছিলেন। ইমরানকে গ্রেফতারির সময় তাঁর সমর্থকেরা বাধা দিলে রেঞ্জার্স বাহিনীর সংঘর্ষ হয়।
আরও পড়ুন:

গল্প: ফিরে পাওয়া পঁচিশ

পোন্নিয়িন সেলভান ২: ছোটবেলার ভালোবাসার সামনে ‘পরদারেষু মাতৃবৎ’ও দুর্বল হয়েছিল

উল্লেখ্য, আল কাদির ট্রাস্টের জমি হস্তগত মামলায় নিম্ন আদালত আগেই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। ইমরানের বিরুদ্ধে মূল অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং তাঁর স্ত্রী মানেকার ট্রাস্ট একটি বাণিজ্যিক সংস্থার থেকে বেআইনি ভাবে প্রায় ৫৩ কোটি টাকা মূল্যের জমি নিয়েছিল।

Skip to content