সোমবার ১৬ সেপ্টেম্বর, ২০২৪


প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

শেষ পর্যন্ত হার মানলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে। শুক্রবার সকালে গুলিবিদ্ধ শিনজোকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু, শেষমেশ চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। তাঁকে বাঁচানো যায়নি।
শিনজো আবে বয়স হয়েছিল ৬৭ বছর। ২০১২ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টানা জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। জাপানের ইতিহাসে সবথেকে বেশিদিন শিনজোই প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ একটি প্রচার কর্মসূচিতে যোগ দিয়েছিলেন শিনজো। সে সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক দুষ্কৃতী। এই ঘটনার সঙ্গে যোগ থাকতে পারেন এমন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী যখন বক্তৃতা পেশ করছিলেন তখনই গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন শিনজো। তাঁকে দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর প্রাক্তন প্রধানমন্ত্রী হৃদরোগেও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

Skip to content