প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ! পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে পাক পঞ্জাব প্রদেশের গুজরনওয়ালার আলওয়ালা চকে সমর্থকদের লং মার্চে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছিলেন ইমরান। তিনি একটি ট্রাক থেকে সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখছিলেন। এমন সময় এক ব্যক্তি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই হামলাকারীকে গ্রেফতার করছে পুলিশ। তবে ইমরানের সঙ্গীদের পাল্টা গুলিতে হামলাকারী ওই ব্যক্তিরও মৃত্যু হয় বলে জানা গিয়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ফাওয়াদ চৌধরি জানিয়েছেন, চিকিৎসার জন্য ইমরানকে লাহোরে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাক্তন প্রধানমন্ত্রীর একাধিক পায়ে গুলি লেগেছে বলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের দাবি। দলের আরও কয়েক জন নেতা-কর্মীও গুলিবিদ্ধ হয়েছেন। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, এই হামলার পিছনে কোনও জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে।
আরও পড়ুন:
৪৮ ঘণ্টা পার, কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? তাঁর ঘনিষ্ঠেরা কী বলছেন?
অযোধ্যা: ইতিহাস ও জনশ্রুতি /২
গত শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে লং মার্চ শুরু করেন ইমরান। তিনি কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে জড়ো হওয়ার ডাক দিয়েছিলেন। লির্বাটি চক থেকে তাঁরা হেঁটে ইসলামাবাদের দিকে যাচ্ছেন। সেই কর্মসূচিরই একটি অংশ হিসাবে বৃহস্পতিবার গুজরনওয়ালায় সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান।
Footage of the firing. Assassination attempt on Imran Khan. pic.twitter.com/fmSgI2E8jc
— Ihtisham Ul Haq (@iihtishamm) November 3, 2022
Imran Khan survives an attack Alhamdollilah – he has been hurt by a burst from a pistol – reportedly 6 shots fired – seen being shifted from the container into an armoured jeep. courtesy #Geo . The attacker been arrested . #ImranKhan pic.twitter.com/liVILWurUu
— Nasim Zehra (@NasimZehra) November 3, 2022