বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ওজন কমাতে আমরা মানুষেরা কত কিনা করি। কখনও জিমে যাই, কখনও বা যোগা-প্রাণায়াম অভ্যাস করি। অনেক ক্ষেত্রে ডায়েটিশিয়ানের পরামর্শ মেনে চলার চেষ্টা করি। কিন্তু জানেন কি, পান্ডারাও ডায়েট করে থাকে। এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে তাইওয়ানে। ষে দেশের তাইপে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি পান্ডাকে ডায়েট করানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি তাদের নিয়মিত ব্যায়াম করানো হবে। কারণ, তারা নাকি স্বাভাবিকের তুলনায় একটু বেশি মোটা। এদের একটির বয়স ন’বছর। আরেকটি বয়স চার বছর। বর্তমানে পান্ডা দুটির ওজন যথাক্রমে ১১৫ কেজি ও ৭০ কেজি।
পান্ডারা খোলা পরিবেশে থাকতে পছন্দ করে। এরা সাধারণত চোদ্দো থেকে ত্রিশ বছর পর্যন্ত বাঁচে। পরিণত বয়সের একটি স্ত্রী পান্ডা ওজন হয় ১০৫ থেকে ১১০ কেজির মধ্যে। ওজন কমাতে পান্ডা দুটিকে কম নুন এবং চিনি ও চর্বিযুক্ত বিশেষ ধরনের খাবার দেয়া হচ্ছে। তাদের খাদ্য তালিকায় রাখা হচ্ছে উচ্চ প্রোটিনযুক্ত খাবার। ভাপান রুটি, ভুট্টা ও সয়াবন জাতীয় খাবার খাচ্ছে। ওরা যাতে নিয়ম মেনে প্রতিদিন খেলাধুলো করে ষে দিকে নজর দেওয়া হচ্ছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের বক্তব্য, পান্ডা দুটির ওজন যখন আবার স্বাভাবিক হবে, তখন তাদের খাদ্যতালিকায় পরিবর্তন আনা হবে।

ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

Skip to content