বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ভারতের আপত্তি উড়িয়ে শেষমেশ শ্রীলঙ্কার হামবানটোটা বন্দরে মঙ্গলবার সকালে চিনের বিতর্কিত জাহাজ ‘ইয়ুয়ান ওয়াং-৫’ নোঙর করল। হামবানটোটা বন্দরে ‘ইয়ুয়ান ওয়াং-৫’-এর নোঙর করা নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা জারি ছিল। চিনের দাবি, ‘ইয়ুয়ান ওয়াং-৫’ কেবল গবেষণা ও সমীক্ষার কাজে ব্যবহৃত হয়।
যদিও চিন এই দাবি করলেও জাহাজটির মাধ্যমে নজরদারির অভিযোগ উঠেছে নানা মহল থেকে। শ্রীলঙ্কার বন্দরে ‘ইয়ুয়ান ওয়াং-৫’ -এর নোঙর করা নিয়ে ভারত প্রথম দিন থেকেই আপত্তি জানিয়েছে। আমেরিকাও বিষয়টি ভালো চোখে দেখেনি। প্রাথমিক ভাবে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা সরকার তাদের হামবানটোটা বন্দরে চিনের ‘ইয়ুয়ান ওয়াং-৫’ জাহাজকে নোঙর করতে দেয়। ভারত জানিয়েছে, বিষয়টির গুরুত্ব বুঝে পুরো পরিস্থিতির ওপর তারা নজর রাখছে।

Skip to content