মঙ্গলবার ভোরে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা বিকট বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই ঘটনায় সব মিলিয়ে ১৭ জন গুরুত্বর আহত হয়েছেন। জানা গিয়েছে, ব্রুকলিন সাবওয়ে স্টেশনের এই ঘটনায় আততায়ীরা এলোপাথাড়ি গুলি চালিয়েছে। সেই গুলি চালানোর ভিডিয়ো এবার প্রকাশ্যে এসেছে। প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাবওয়ে স্টেশন ধোঁয়ায় ঢাকা। মেট্রো বেরিয়ে যাত্রীরা প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটছেন। গুলি ছোঁড়ার আগে যাত্রীদের বিভ্রান্ত করতে ধোঁয়া তৈরি করবে এমন বোমা ছুড়ে মারে দুষ্কৃতীরা। এর ফলে মেট্রোর বাইরে ও ভিতরে ধোঁয়া ছড়িয়ে পড়ে বলে স্থানীয় প্রতিবেদনে জানা গিয়েছে।
Brooklyn #Subway Shooting. pic.twitter.com/XeH0DrdD9s
— Isaac Abraham (@IsaacAb13111035) April 12, 2022
ভিডিয়োতে দেখা গিয়েছে, ভয়ে যাত্রীরা দ্রুত মেট্রোর কোচ থেকে বেরিয়ে আসছেন। কয়েক জন যাত্রী তাড়াহুড়োয় মেঝেতে পড়ে গিয়েছেন। এলাকা থেকে পুলিশ কিছু তাজা বোমা উদ্ধার করেছে। এ প্রসঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হয়েছে।