শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

প্রেম যে… লাগলে পরে ছাড়ে না…। হ্যাঁ ঠিকই শুনছেন! প্রেমের টানে বাংলাদেশের নিজের ঘরবাড়ি ছেড়ে এক তরুণী প্রেমিককে বিয়ে করতে এসে গেলেন ভারতে। নেট মাধ্যমে এক তরুণের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু প্রেমের টান যে বড়ই বিষম তাই এপার বাংলায় থাকা প্রেমিককে বিয়ে করতে তিনি মাতলা নদীতে ঘণ্টাখানেক সাঁতার কাটেন। এমনকী সুন্দরবন এলাকার নদী এবং জঙ্গল পেরোনোটাও তাঁর কাছে দুর্গম হয়ে ওঠেনি। কালীঘাটে গিয়ে অবশেষে বিয়ে করে সংসার বেঁধেছিলেন দু’জনে। কিন্তু ভাগ্যের পরিহাসে তাঁর এই জীবন যুদ্ধের কথা লোকমুখে ছড়িয়ে পড়ে। সোমবার ওই তরুণীকে বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে নরেন্দ্রপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা ওই তরুণী কৃষ্ণার সঙ্গে নরেন্দ্রপুরের রানিয়ার বাসিন্দা অভিক মন্ডলের ফেসবুকে আলাপ হয় কয়েক মাস আগে। এই আলাপ ক্রমে প্রেমে পর্যবসিত হয়। অবশেষে কৃষ্ণা অভিককে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ফেলে। কিন্তু তাঁর কাছে ভারতে আসার জন্য পাসপোর্ট বা ভিসা কিছুই ছিল না। তাই সুন্দরবনের নদী জঙ্গল পেরিয়ে তিনি পৌছন দক্ষিণ ২৪ পরগনায়। এমনকী অবলীলায় সাঁতরে ফেলেন মাতলা নদী। যে নদী বিখ্যাত বাঘ-কুমিরের জন্য। অবশেষে কৃষ্ণা এ রাজ্যের কৈখালীতে ঢুকে পড়েন। দু’জনে কালীঘাট মন্দিরে বিয়েও সেরে ফেলেন। কৃষ্ণা তাঁর স্বামীর বাড়িতে আসেন দিন চারেক আগে। সুখের সংসার বেঁধেছিলেন তাঁরা। কিন্তু লোকমুখে নদী পেরিয়ে ভারতে ঢোকার ঘটনা পুলিশের কাছে পৌঁছয়। এরপরই নরেন্দ্রপুর থানার পুলিশ বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে রানিয়া এলাকা থেকে কৃষ্ণাকে গ্রেফতার করে।

Skip to content