শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


অঞ্জু এবং নাসরুল্লা। ছবি: সংগৃহীত।

অঞ্জু ধর্ম পরিবর্তন করে নাসরুল্লাকে বিয়ে করেছেন। এ বার তাঁকে জীবিকা নির্বাহের জন্য চাকরি এবং থাকার জন্য জমিও দেওয়া হয়েছে বলে খবর। ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, খাইবার পাখতুনখোয়ার এক বড় ব্যবসায়ী সেখানে থাকার জন্য অঞ্জুকে জমি দান করেছেন।
সম্প্রতি ‘পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজ’-এর সিইও মহসীন খান আব্বাসি অঞ্জুর প্রেমিক নাসরুল্লার বাড়ি গিয়েছিলেন। সেখানে মহসীন তাঁর সংস্থায় চাকরির জন্য অঞ্জুকে প্রস্তাবপত্র দিয়েছেন। আব্বাসি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজ’ বোর্ডের সদস্যরা অঞ্জুকে জমি দান করেছেন। পাকিস্তানে অঞ্জুর নথিপত্রের আইনি প্রক্রিয়া শেষ হলেই ‘পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজ’-এ তাঁকে মোটা বেতনের চাকরিও দেওয়া হবে।
আরও পড়ুন:

‘থালাইভা’ বহু মানুষের অনুপ্রেরণা, তবু তাঁর কিছু খারাপ অভ্যাসও ছিল, অবশেষে ভুল স্বীকার রজনীকান্তের

প্রাক্তন মুখ্যমন্ত্রী সঙ্কটজনক হলেও স্থিতিশীল, বুদ্ধদেবের সিটি স্ক্যান হতে পারে দুপুর নাগাদ

আব্বাসির কথায়, অঞ্জুকে যে জমিটি দেওয়া হয়েছে, তার আয়তন ২৭২ বর্গফুট। পাশাপাশি তাঁকে ৫০ হাজার পাকিস্তান রুপি এবং কিছু উপহারও দেওয়া হয়েছে। পাখতুনখোয়ার বাকি ব্যবসায়ীদের কাছেও ‘পাক স্টার গ্রুপ অফ কোম্পানিজ’-এর সিইও আবেদন করেছেন, তাঁরা যেন অঞ্জুকে সাহায্য করেন। আব্বাসির কথায়, “অঞ্জুর যেন মনে না হয়, এটি ওঁর বাড়ি নয়। সে জন্যই সব রকম চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুন:

পর্ব-২২: পঞ্চমের সুরে কিশোর-আশার গাওয়া ‘জীবন কে হার মোড় পে’ গানটির কথা মনে পড়ে?

ঘুম থেকে উঠেই জল খান? কিন্তু বহু দিনের এই অভ্যাস কি আদৌ স্বাস্থ্যের জন্য ভালো?

অন্য দিকে, অঞ্জুর প্রেমিক নাসরুল্লা আবার সেখানকার স্থানীয় সংবাদমাধ্যমে অন্য দাবি করেছেন। তিনি জানিয়েছেন, ভিসার মেয়াদ শেষ হলে ভারতে ফিরবেন অঞ্জু। সন্তানদের নিয়ে ফের পাকিস্তানে আসবেন। নাসরুল্লা এও বলেন, অঞ্জুকে যাতে পাকিস্তানের নাগরিকত্ব দেওয়া হয়, তার জন্য আবেদনও করা হয়েছে। এদিকে তাঁকে এবং নাসরুল্লাকে নিয়ে প্রকাশিত খবরকে মিথ্যা বলে দাবি করেছেন অঞ্জু। তাঁর দাবি, তিনি নাসরুল্লাকে বিয়ে করেননি। বদলাননি ধর্মও। তিনি শীঘ্রই ভারতে ফিরবেন।

Skip to content