শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


কোভিড নিয়ে এখনই নিশ্চিন্ত না হওয়ার পরামর্শ গেব্রিয়েসাস।

সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু)। পৃথিবীতে করোনার থেকেও নাকি ‘ভয়ঙ্কর’ অতিমারি থাবা বসাতে পারে! তাই পরবর্তী অতিমারির আছড়ে পড়ার আগে বিশ্ববাসীকে এখন থেকেই প্রস্তুত হতে হবে। এমনই সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মঙ্গলবার ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস যোগ দেন। সেখানেই তিনি একটি রিপোর্ট পেশ করে এমন আশঙ্ক প্রকাশ করেন। হু প্রধান গেব্রিয়েসাসের বক্তব্য, ‘‘কোভিডের প্রকোপ শেষ হয়েছে বলে মনে হলেও, আদতে তা নয়। কোভিডের আরও একটি উপরূপ হানা দিতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। যদি এই উপরূপ আছড়ে পড়ে তাহলে রোগী এবং মৃত্যুর সংখ্যা বহু গুণ বাড়বে। পাশাপাশি করোনা ভাইরাসের থেকে আরও মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনাও রয়েছে।’’
আরও পড়ুন:

পঞ্চাশের পরেও তরতাজা থাকতে চান? মুশকিল আসান করতে পারে ভিটামিন সি

ঐশ্বর্যার সঙ্গে অন্তরঙ্গ হতে গিয়ে ভীষণ লজ্জা পেয়েছিলেন রণবীর! কী ভাবে কাটল সেই অস্বস্তি?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস কোভিড অতিমারি শেষ হয়ে গিয়েছে ভেবে এখনই নিশ্চিন্ত না হওয়ার কথা বলেছেন। এমনকি, তিনি আমজনতাকে সুস্বাস্থ্যের দিকে বাড়তি নজর রাখতে বলেছেন। সেই সঙ্গে তাঁদের সাবধান ও সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
আরও পড়ুন:

ঘণ্টায় ৩১ হাজার কিমি বেগে ধেয়ে আসছে বিশালাকৃতির গ্রহাণু! মঙ্গলবারই পৃথিবীর কাছাকাছি আসবে, সতর্ক করল নাসা

ফের সাফল্য নারীবাহিনীর, টপকে গেল গত বারের নজিরও, ইউপিএসসি পরীক্ষায় প্রথম চার জনই মহিলা

গেব্রিয়েসাস এও বলেন, ‘‘এখনই কোভিড নিয়ে নিশ্চিন্ত হবেন না। কোভিডই এক মাত্র ভয়ের কারণ নয়। যে কোনও রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের। খুব তাড়াতাড়িই পরবর্তী অতিমারি আছড়ে পড়তে চলেছে। সে সময় আমাদের সম্মিলিত ভাবে সেই অতিমারি মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুত থাকতে হবে।’’

Skip to content