বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


আচমকা মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়লেন পাইলট। এমন সময় সহযোগিতার জন্য এগিয়ে এলেন ওই বিমানে যাত্রীর আসনে বসে থাকা অন্য এক বিমানের এক পাইলট। ওই পাইলট বিমানটিকে নিরাপদে নামিয়ে আনেন। বুধবার আমেরিকার লাস ভেগাসে ঘটনাটি ঘটেছে। বিমানটি আকাশে ১ ঘণ্টা ১৭ মিনিট ছিল বলে জানিয়েছে ফ্লাইটঅ্যাওয়ার ডট কম। ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, পাইলট কী ভাবে অসুস্থ হয়ে পড়লেন তদন্ত করে দেখা হবে।
সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, লাস ভেগাস থেকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের ৬৩০১ যাত্রিবাহী বিমানটি ওহায়োর কলম্বাসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। বিমানটি ওড়ার অল্প সময়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন পাইলট। তিনি বিমান চালানোর মতো পরিস্থিতিতে ছিলেন না। এমন পরিস্থিতিতে সহকারী পাইলট এবং বিমানকর্মীদের বিমানটিকে লাস ভেগাসে আবার ফিরিয়ে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়।
আরও পড়ুন:

বাড়িতে নেলপলিশ রিমুভার নেই? চটজলদি সমাধান পান এই সব ঘরোয়া উপায়েই

অমিতাভের পর অক্ষয়, অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে চোট পেলেন খিলাড়ি, হাঁটুতে বসল ব্রেস

পাইলটের অসুস্থতার খবরে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ঘটনাচক্রে ওই বিমানেই উপস্থিত থাকা অন্য বিমানের এক পাইলট সাহায্যের হাত বাড়িয়ে দেন। তিনি এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ রেখে সহকারী পাইলটকে সাহায্য করেন। শেষমেশ বিমানটিকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়।
আরও পড়ুন:

জয়সলমেরে সেনা মহড়া চলাকালীন প্রযুক্তিগত ত্রুটির কারণে ‘ভুলবশত’ ছোড়া তিন ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণ!

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-১২: দক্ষ কর্মী নির্বাচন বনাম নারী সহকর্মী

এ প্রসঙ্গে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র ক্রিস পেরি সিএনএন-কে জানিয়েছেন, “৬৩০১ যাত্রিবাহী বিমাননে অন্য বিমান সংস্থার এক পাইলট ছিলেন। ফ্লাইট ডেকে প্রবেশ করে তিনি সহকারী পাইলটকে সহযোগিতা করেছেন।” লাস ভেগাস বিমানবন্দর সূত্রে খবর, পাইলটের তীব্র পেটে যন্ত্রণা হওয়ায় তিনি অচৈতন্য হয়ে পড়েন। বিমানটিকে নিরাপদে নামিয়ে আনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে সাউথওয়েস্ট এয়ারলাইন্স।

Skip to content