শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


নতুন করে কোভিড চিন্তা মাথাচাড়া দিল অস্ট্রেলিয়ার সিডনিতে। সম্প্রতি এই বন্দর-শহরে নোঙর করা একটি জাহাজ। জানা গিয়েছে, কার্নিভ্যাল অস্ট্রেলিয়া সংস্থার ম্যাজেস্টিক প্রিন্সেস জাহাজটির ৮০০ যাত্রীরই কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রক। সঙ্গে সঙ্গে জারি করা হয়েছে কড়া কোভিডি বিধি।
এদিকে, আক্রান্ত যাত্রীদের থেকে সংক্রমণ যাতে কোনও ভাবেই না ছড়িয়ে পড়ে সে বিষয়ে কড়া পদক্ষেপ করেছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে একটি বিলাসবহুল প্রমোদ তরীতে করোনা আক্রন্তদের নিভৃতবাসের রাখা হয়েছে। নিউ সাউথ ওয়েলস স্টেটের স্বাস্থ্য বিভাগের আশঙ্কা, শুধু সিডনি নয়, সারা অস্ট্রেলিয়াতেই সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
আরও পড়ুন:

বি-টাউনে ফের সুখবর! মা হলেন বিপাশা বসু, ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

সঙ্গে ১৮ লক্ষের ঘড়ির খাপ! মুম্বই বিমানবন্দরে আটক শাহরুখ খান

উল্লেখ্য, সিডনিতে ২০২০ সালেও এই ধরনের ঘটনা ঘটেছিল। সেবার রুবি প্রিন্সেস প্রমোদতরী নোঙর করে সিডনি বন্দরে। এতেও অনেক যাত্রী সংক্রমিত হয়েছিলেন বলে জানা যায়। পরে এক তদন্তে জানা যায়, ওই জাহাজ থেকে নিউ সাউথ ওয়েলসে ৯১৪ জনের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। আর মৃত্যু হয়েছিল ২৮ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন:

বাইরে দূরেঃ ব্যস্ত শহুরে জীবন থেকে সাময়িক মুক্তির আদর্শ ঠিকানা রম্ভা

ছোটদের জন্য আগুন ছাড়া স্পেশাল রেসিপি: খুব সহজেই তৈরি করে ফেল রসগোল্লার চাট

ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নেইল জানিয়েছেন, সুস্থ হলে তবেই জাহাজ থেকে এক এক করে যাত্রীদের বার করে আনা হবে। আপাতত সেখানেই চিকিৎসা চলবে। এদিকে, জাহাজ সংস্থা জানিয়েছেন, করোনা আক্রান্তদের নিভৃতাবাসে রেখে চিকিৎসা চলছে। জাহাজের কর্মীরা সবার উপর নজর রাখছেন।

Skip to content