মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


মেক্সিকো সীমান্তে হয়ে আমেরিকায় প্রবেশের সময় একটি ট্রাকের ভিতর থেকে ৪৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। সোমবার রাতে টেক্সাসের সীমান্তবর্তী শহর স্যান অ্যান্টোনিওতে পুলিশ সন্দেহজনক এই ট্রাকটিকে আটক করে। সেই ট্রাকেই মৃতদেহগুলি ছিল। বিশেষজ্ঞদের ধারণা, বদ্ধ ট্রাকের মধ্যে তীব্র গরমের জন্য অনুপ্রবেশকারীরা মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, স্যান অ্যন্টোনিয়োর তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত তাপমাত্রার কারণে ট্রাকের মধ্যে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতারও করা হয়েছে। ট্রাকটির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে আরও ১৬ জন অনুপ্রবেশকারীকে। এদের প্রত্যেকের হাসপাতালে চিকিৎসা চলছে। গ্রেফতার হওয়া তিন ব্যক্তি সীমান্তে মানবপাচারের সঙ্গে যুক্ত কি না, জানতে তদন্ত শুরু করেছে স্যান অ্যন্টোনিওর পুলিশ।
তবে আমেরিকায় এরকম ঘটনা অবশ্য নতুন নয়। মেক্সিকো থেকে অনুপ্রবেশকারীরা আমেরিকায় প্রবেশ করার পথে গত কয়েক বছরে বহু মানুষ এ ভাবেই মারা গিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, অনুপ্রবেশকারীরা অর্থের বিনিময়ে সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রবেশের চেষ্টা করতেন। যদিও ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর সীমান্তে নিরাপত্তা কড়াকড়ি হওয়ায় সহজে সীমান্ত পেরনো বন্ধ হয়ে যায়। তাই অনুপ্রবেশকারীরা এখন ট্রাক করে আমেরিকায় প্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু এভাবে ট্রাকে আসার সময় সীমান্ত এলাকায় প্রচণ্ড তাপমাত্রার জন্য অনেকেরই মৃত্যু হয়।

Skip to content