লোকজনদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছিল। এমন সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন। শুক্রবার পাকিস্তানের করাচিতে ঘটনাটি ঘটেছে।
পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গিয়েছে, ১১ জনের মধ্যে রয়েছেন ৮ মহিলা এবং ৩ জন শিশু। পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে করাচির সিন্ধ ইন্ডাস্ট্রিয়াল ট্রেডিং এস্টেট এলাকায়। এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত মোট ৭ জনকে গ্রেফতার করেছে। দেশের প্রশাসন ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন:
নিজের বয়স ১৮, পর্দায় ২৫! ‘খেলনা বাড়ি’তে মায়ের চরিত্রে অভিনয় করে কী বলছেন মিতুল?
রাতেরবেলায় কাজ শুরু হয়? কী ভাবে খাওয়া-দাওয়া করলে শরীর সুস্থ থাকবে
গত সপ্তাহেও পদপিষ্টের ঘটনা ঘটেছিল। সে বার পঞ্জাব প্রদেশে বিনামূল্যে ময়দা বিতরণের সময় পদপিষ্ট হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তীব্র আর্থিক সঙ্কটে জেরবার পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। নিত্যদিনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করতে গিয়ে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। সম্প্রতি ময়দার বস্তা ভর্তি ট্রাকও লুট হয়ে যায়।
আরও পড়ুন:
বাস্তুবিজ্ঞান, পর্ব-১৩: আধুনিক কম্পাসে খুব সহজেই জমির দিক, অঞ্চল ও কোণ নির্ণয় করা যায়
হাঁচি থামছেই না? রইল থামানোর টোটকা
পাকিস্তানের সরকারি পরিসংখ্যান বলছে, পাকিস্তানে পেঁয়াজের দাম বেড়েছে ২২৮.২৮ শতাংশ। ১৬৫.৮৮ শতাংশ দাম বেড়েছে সিগারেটের। ডিজেলের দাম ১০২.৮৯ শতাংশ এবং কলার দাম ৮৯.১৭ শতাংশ বেড়েছে। সব মিলিয়ে হিমশিম অবস্থা সাধারণ মানুষ।