(বাঁদিকে) গোশিঙ্গা ফুল। (ডান দিকে) গোশিঙা ফল। ছবি: সংগৃহীত।
আমুর (Aglaia cucullata)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— উকড়ি বেগুন, মধুফল ও নিশিন্দা
মহাকাব্যের কথকতা, পর্ব-৬৮: আনন্দের নির্বাসন থেকে উত্তরণের উপায়?
আমুর গাছে ছোট ছোট হলুদ রঙয়ের ফুল হয়। ফুলগুলো পাতা বা শাখার কক্ষ থেকে থোকা হয়ে ঝুলে থাকে। ফুলগুলো একলিঙ্গ প্রকৃতির হয় অর্থাৎ কোনও ফুল পুরুষ ফুল, আবার কোনও ফুল স্ত্রী ফুল।
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫২: দেশহিতৈষী মা সারদা
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৮: জ্ঞানদানন্দিনী দেবী—উনিশ শতকের বলিষ্ঠ লেখক এবং সমাজসংস্কারক
আমুর গাছ এর লবণ সহন ক্ষমতা অপেক্ষাকৃত কম। জোয়ারের জল যতদূর পর্যন্ত পৌঁছায় সেই সীমায় আমুর গাছ দেখা যায়। কিছু ক্ষেত্রে এই জলসীমার মধ্যবর্তী অঞ্চলেও দেখা যায়। দ্বীপের চরে পলিমাটি সমৃদ্ধ অংশে এই গাছ বেশি দেখা যায়। যেখানে বড় আমুর গাছ জন্মায় তার আশেপাশে প্রচুর চারা জন্মাতে দেখা যায়। সুন্দরী ও গেঁওয়া গাছের সাথে আমুর গাছ একসাথে জন্মাতে দেখা যায়।
(বাঁদিকে) পাতাসহ আমুর গাছের গুঁড়ি। (ডান দিকে) গোশিঙা গাছ। ছবি: সংগৃহীত।
লৌকিক চিকিৎসা
বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-১: টলস্টয় ও সোফিয়া—প্রেম ও বিবাহ/১
ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩৫: কী যে করি করি ভেবে মরি মরি
গোশিঙা (Dolichandrone spathacea)
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৩: মৃণালিনীর মৃত্যু হয়েছিল কীসে?
পঞ্চমে মেলোডি, পর্ব-৬৯: এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা
আমুর গাছের ফলসহ শাখা। ছবি: সংগৃহীত।
সুন্দরবনের বসতি এলাকায় এই গাছ পাওয়া গেলেও নদীর উভয় তীরে যেখানে জোয়ারের জল পৌঁছায় সেখানে এই গাছ দেখা যায়। আর দেখা যায় সুন্দরবনের গ্রামাঞ্চলে রাস্তার ধারে এবং পুকুর ও ডোবার পাড়ে। এর কাঠ বেশ নরম ও হালকা হওয়ায় জোয়াল তৈরির কাজে বহুল ব্যবহৃত হয়।