বিজেপি নেতা অরূপকুমার দে-র অভিযোগের গুজরাতের দলিত নেতা এবং রাজনৈতিক দল রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের আহ্বায়ক ভাদগমের জিগনেশ মেভানিকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরূদ্ধে দুই সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক দন্দ্ব তৈরি করার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ এনেছেন কোকোরঝাড়ের বিজেপি নেতা অরূপকুমার রায়।
ঠিক কি ঘটেছিল? জিগনেশের সহকারী সুরেশ জাটের তরফ থেকে জানা গিয়েছে, কয়েকদিনেক আগে নাথুরাম গডসেকে নিয়ে করা একটি ট্যুইটকে কেন্দ্র করে অসম পুলিশের কাছে তাঁকে বিরূদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে এই ট্যুইটটি সরিয়ে নিলেও ঘটনার শীর্ষবিন্দু কিন্তু থিতিয়ে পড়ে না। এই ঘটনা ও অভিযোগের ভিত্তিতই গত বুধবার রাত ১১টা নাগাদ পালানপুরের একটি সার্কিট হাউস থেকে গ্রেফতার করে প্রথমে আমদাবাদে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তাঁকে আমদাবাদ থেকে বিমানে করে অসমে নিয়ে যাওয়া হয়। জিগনেশের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই গুজরাতের কংগ্রেস নেতারা আমদাবাদ বিমানবন্দরে পৌঁছন এবং বিজেপি বিরোধী স্লোগান দিতে শুরু করেন। গত বছর থেকে জিগনেশকে প্রকাশ্যে কংগ্রেসের পক্ষে কথা বলতেই শোনা যাচ্ছে।
ঠিক কি ঘটেছিল? জিগনেশের সহকারী সুরেশ জাটের তরফ থেকে জানা গিয়েছে, কয়েকদিনেক আগে নাথুরাম গডসেকে নিয়ে করা একটি ট্যুইটকে কেন্দ্র করে অসম পুলিশের কাছে তাঁকে বিরূদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পরে এই ট্যুইটটি সরিয়ে নিলেও ঘটনার শীর্ষবিন্দু কিন্তু থিতিয়ে পড়ে না। এই ঘটনা ও অভিযোগের ভিত্তিতই গত বুধবার রাত ১১টা নাগাদ পালানপুরের একটি সার্কিট হাউস থেকে গ্রেফতার করে প্রথমে আমদাবাদে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তাঁকে আমদাবাদ থেকে বিমানে করে অসমে নিয়ে যাওয়া হয়। জিগনেশের গ্রেফতারের খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই গুজরাতের কংগ্রেস নেতারা আমদাবাদ বিমানবন্দরে পৌঁছন এবং বিজেপি বিরোধী স্লোগান দিতে শুরু করেন। গত বছর থেকে জিগনেশকে প্রকাশ্যে কংগ্রেসের পক্ষে কথা বলতেই শোনা যাচ্ছে।