রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


বিয়ের প্রস্তাব ফেরানোয় লিভ-ইন সঙ্গীর গলার নলি কেটে ট্রলি ব্যাগে ভরে দেহ লোপাটের চেষ্টা সঙ্গিনীর। ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদ এলাকায়। ধৃত মহিলার নাম প্রীতি শর্মা। পুলিশ সূত্রে খবর, চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। এর পরই ২৩ বছর বয়সি যুবক ফিরোজ ওরফে চান্নির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। লিভ-ইন করতেন দু’জনে। পুলিশি জেরায় ধৃত মহিলা জানিয়েছে, ফিরোজকে তিনি খুব ভালবাসতেন। তাই তাঁকে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু তাঁর প্রস্তাবে রাজি হননি ফিরোজ। বিয়ের জন্য প্রীতি জোর দেওয়ায় তাঁদের মধ্যে ঝামেলা বাধে। এরপর প্রীতিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্যও করেন। তারপরই রাগে ফিরোজের গলার নলি কেটে সঙ্গীকে খুন করে সে।
পুলিশ সূত্রে খবর, খুনের পর ফিরোজের দেহ ট্রলি ব্যাগে ভরে তা ফেলার জন্য রবিবার গাজিয়াবাদ স্টেশন থেকে ট্রেন ধরতে যান প্রীতি। দেখা যায় এক মহিলা একটি ট্রলি ব্যাগ টানতে টানতে নিয়ে আসছে। রুটিন তল্লাশির সময় ট্রলি ব্যাগ থেকে দেহের হদিস পান পুলিশকর্মীরা। দেখা যায় ঠেসেঠুসে ঢোকানো এক মৃত দেহ। তার পরই তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনায় হতবাক পুলিশকর্মীরা। যে ক্ষুর দিয়ে খুন করেছিলেন প্রীতি, সেই ক্ষুরটিও উদ্ধার করেছে পুলিশ।

Skip to content