মুলায়ম সিংহ যাদব।
প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদব। দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর বয়স হয়েছিল ৮৩ বছর। দু’বছর ধরেই অসুস্থ ছিলেন সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম। তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে গত ২ অক্টোবর গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তাঁর শারীরিক অবস্থা সামান্য স্থিতিশীল হলেও রবিবার ফের অবস্থার অবনতি হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে উত্তরপ্রদেশের রাজনীতিতে ‘নেতাজি’ বলে পরিচিত সমাজবাদী পার্টির সুপ্রিমোর অক্সিজেনের স্তর অনেকটাই নেমে যায়।
বাবার শারীরিক পরিস্থিতির অবনতির খবর পেয়ে দ্রুত স্ত্রী ডিম্পলকে নিয়ে হাসপাতালে চলে আসেন পুত্র অখিলেশ। মুলায়মের কাছের লোকজনও হাসপাতালে পৌঁছে যান। যদিও সমাজবাদী পার্টির টুইটার হ্যান্ডলে ‘নেতাজি’ স্থিতিশীল জানান হয়। কিন্তু সোমবার আরও শারীরিক অবস্থার অবনতি হয় ‘নেতাজি’র। যদিও আর মুলায়মের শারীরিক অবস্থার উন্নতি হয়নি, হাসপাতালেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন:
শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
উল্লেখ্য, সমাজবাদী পার্টির সুপ্রিমো মুলায়ম সিংহ যাদব মোট তিন বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। প্রথমবার ১৯৮৯ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত, দ্বিতীয়বার ১৯৯৩ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত এবং তৃতীয়বার ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। কেন্দ্রে দেবেগৌড়া সরকারের প্রতিরক্ষামন্ত্রীও ছিলেন ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত। ‘নেতাজি’ প্রথমবার সাংসদ হন ১৯৯৬ সালে। ২০০৯ সাল থেকে আমৃত্যু পর্যন্ত তিনি সংসদের সদস্য ছিলেন।
Samajwadi Party supremo and former Uttar Pradesh CM Mulayam Singh Yadav passes away at the age of 82, confirms Akhilesh Yadav.
He was under treatment at Gurugram's Medanta hospital since last week. pic.twitter.com/qDYIuT5DcH
— ANI (@ANI) October 10, 2022