শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


আদর পুনাওয়ালা ও বিল গেটস।

করোনা ঠেকাতে কোভিশিল্ড টিকা নিয়ে মৃত্যু হয়েছে মেয়ের, এই অভিযোগে এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে আদালতে মামলা করলেন বাবা। বম্বে হাই কোর্ট এ বিষয়ে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া (এসআইআই) এবং মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের কাছে নোটিস পাঠিয়েছে। উল্লেখ্য, বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং এসআইআই ২০২০-তে ভারত-সহ অন্যান্য দেশে টিকাকরণ বাড়াতে যৌথ ভাবে ১০ কোটি টিকা তৈরি করেছিল।
মামলাটি করেছেন অওরঙ্গাবাদের বাসিন্দা দিলীপ লুনাওয়াত। তিনি জানান, কোভিশিল্ড টিকার নেয়াওর পর মেয়ের বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। এর জেরে তাঁর মেয়ে মারা গিয়েছেন। দিলীপের এই মামলায় নাম রয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক, ডিসিজিআই ভিজি সোমানি এবং এমস ডিরেক্টরেরও।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১: আলোছায়ায় ‘দৃষ্টিদান’

ছোটদের গল্প: পাঁচ জাদুকর মেয়ে

দিলীপের মেয়ে এক জন ডাক্তার ছিলেন। তিনি শিক্ষকতা করতেন ধামনগাঁওয়ের এসএমবিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালে। দিলীপের কথায়, ধামনগাঁওয়ের এসএমবিটি ডেন্টাল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠানের সব স্বাস্থ্যকর্মীকে টিকা নেওয়ার কথা বলে। ফলে মেয়েও ওই টিকা নিতে বাধ্য হন। সংস্থার পক্ষ থেকে ওই নিরাপদ বলে তাঁর মেয়েকে বলা হয়েছিল। তিনি এও জানান, ২০২১ সালের ২৮ জানুয়ারি তাঁর মেয়ে টিকা নিয়েছিলেন। কয়েক দিন পর ১ মার্চ টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার মেয়ের মৃত্যু হয়। দিলীপ বলেন, সরকার সাধারণ মানুষকে টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে নিশ্চিত করার পরও তাঁর মেয়ে মারা গেলেন।

Skip to content