গত চার দিনের টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বিপদসীমার উপর দিয়ে বইছে বহু নদী। শুক্রবার ভোরে নদীর তীব্র স্রোতে ভেসে গেল যাত্রী বোঝাই একটি গাড়ি। দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের রামনগরের ঢেলা নদীতে। বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে সেখানে। ধসও নেমেছে বিভিন্ন জায়গায়। তার জেরেই বিপদসীমার উপর দিয়েই বইছিল এই এলাকার ঢেলা নদী। শুক্রবার ভোরে নদীর তীব্র স্রোতেই গাড়িটি ভেসে যায়।
পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে মোট ১০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে এক বালিকা ছাড়া বাকি ন’জনই মারা গিয়েছেন। গাড়ি এবং তার ভিতরে আটকে থাকা ন’জনের দেহও উদ্ধার করার সময় জীবিত অবস্থায় পাওয়া যায় ওই বালিকাকে। তার চিকিৎসা চলছে হাসপাতালে। ওর পরিবারের পরিচয় জানতে মৃতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বহু এলাকায় ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। বন্ধ হয়েছে বদ্রিনাথ যাওয়ার সড়কপথও। রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তরখণ্ডের তেহরির গ্রাম প্রধানের মৃত্যু হয়। প্রধান হিসেবে শপথগ্রহণের অনুষ্ঠানে যেতে গিয়ে পথে ধস নেমে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর তিন সঙ্গীও আহত হয়েছেন।
পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে মোট ১০ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে এক বালিকা ছাড়া বাকি ন’জনই মারা গিয়েছেন। গাড়ি এবং তার ভিতরে আটকে থাকা ন’জনের দেহও উদ্ধার করার সময় জীবিত অবস্থায় পাওয়া যায় ওই বালিকাকে। তার চিকিৎসা চলছে হাসপাতালে। ওর পরিবারের পরিচয় জানতে মৃতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই প্রবল বৃষ্টির জেরে অনেক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বহু এলাকায় ধস নেমে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি। বন্ধ হয়েছে বদ্রিনাথ যাওয়ার সড়কপথও। রাজ্য জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তরখণ্ডের তেহরির গ্রাম প্রধানের মৃত্যু হয়। প্রধান হিসেবে শপথগ্রহণের অনুষ্ঠানে যেতে গিয়ে পথে ধস নেমে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর তিন সঙ্গীও আহত হয়েছেন।
#WATCH Uttarakhand | 9 died, 1 girl rescued alive and about 5 trapped after a car washed away in Dhela river of Ramanagar amid heavy flow of water induced by rains early this morning, confirms Anand Bharan, DIG, Kumaon Range pic.twitter.com/Dxd27Di5mv
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) July 8, 2022