
ছবি প্রতীকী
উত্তরাখণ্ডে তুষারধসে আরও তিন জন পর্বতারোহীর দেহ উদ্ধার করা হয়েছে। মৃত বেড়ে হয় ১৯ জন। গত মঙ্গলবার অর্থাৎ ৪ অক্টোবর ২৯ জনের একটি দলটি ‘দ্রৌপদী কা ডান্ডা-২’ পর্বতের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্রবল তুষারধসে অনেকে পর্বতারোহী নিখোঁজ হয়ে যান। এখনও পর্যন্ত তল্লাশি অভিযান চালিয়ে ১৯ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ১০ জন পর্বতারোহী কোনও খোঁজ পাওয়া যায়নি।
ভবিষ্যতে বিপর্যয় থেকে পর্বতারোহীদের বাঁচাতে কিছু জরুরি পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকারের পর্যটন দফতর। সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে নাম নথিভুক্ত করতে হবে পর্বতারোহীদের। পর্বতারোহী দলকে যিনি নেতৃত্ব দেবেন তাঁকে একটি স্যাটেলাইট ফোন দেওয়া হবে। জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য এই স্যাটেলাইট ফোনকে ব্যবহার করা যাবে। আবার প্রাকৃতিক বিপর্যয় হলে পর্বতারোহীদেরও যোগাযোগ করা সম্ভব হবে।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু

দেখব এবার জগৎটাকে, পর্ব-৬: ভাবতেও পারিনি এত কাছ থেকে দু’ দু’বার মৃত্যুকে অনুভব করব
সেই সঙ্গে উত্তরাখণ্ডের পর্যটন দফতর পর্বতারোহণে অভিজ্ঞতার উপর ভিত্তি করে লাইসেন্স দেওয়ার কথা চিন্তাভাবনা করছে। এই সিদ্ধান্তের ফলে উত্তরাখণ্ডে ঠিক কতজন পর্বতারোহণের জন্য যাচ্ছেন, সে সম্পর্কে তথ্যও থাকবে।