ছবি প্রতীকী
এবার থেকে সুপ্রিম কোর্টের সংবিধান বেঞ্চের শুনানি সরাসরি দেখা যাবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের মাধ্যমে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে মামলার শুনানির সরাসরি সম্প্রচার হবে। ফলে যে কেউ সেই শুনানি দেখতে পারবেন। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
শীর্ষ আদালত ২০১৮ সালে লাইভ সম্প্রচারের পক্ষে মত দিয়েছিল। যদিও কোনও কারণে তা প্রয়োগ করা হয়নি। এবার সংবিধান বেঞ্চের শুনানির মাধ্যমে সরকারি ভাবে এই ব্যবস্থা চালু হতে চলেছে।
শীর্ষ আদালত ২০১৮ সালে লাইভ সম্প্রচারের পক্ষে মত দিয়েছিল। যদিও কোনও কারণে তা প্রয়োগ করা হয়নি। এবার সংবিধান বেঞ্চের শুনানির মাধ্যমে সরকারি ভাবে এই ব্যবস্থা চালু হতে চলেছে।
আরও পড়ুন:
যোগ্যদের চাকরি দিতে হবে, বেআইনি চাকরির সংখ্যা প্রকাশ করুন, দুই সংস্থাকে নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
দেড় মাসের লড়াইয়ে শেষ, দিল্লির এইমসে প্রয়াত বলিউডের কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব
সম্প্রতি বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি ইউইউ ললিত সমস্ত বিচারপতিদের নিয়ে একটি বৈঠকে বসেছিলেন। সেখানে ‘লাইভস্ট্রিমিং’ পক্ষে সবাই মত দেন। সেই সঙ্গে এও সিদ্ধান্ত হয়, এখন শুধু সংবিধান বেঞ্চের শুনানি হলেও ভবিষ্যতে সব মামলারই ‘লাইভস্ট্রিমিং’ করা হবে। যে কেউ সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে মামলার শুনানি দেখতে পারবেন। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত মামলা, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার সংক্রান্ত মামলার শুনানি দেখা যাবে।