রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

রক্ষকই যখন ভক্ষক! এক মহিলা তাঁর মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এমন অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন। মেয়ের ধর্ষণের ঘটনায় যে তদন্তকারী আধিকারিক তদন্ত করেছেন তাঁর হাতেই ‘ধর্ষিতা’ হতে হল ওই মহিলা! উত্তরপ্রদেশের কনৌজ জেলায় এরকই অভিযোগ উঠেছে।
সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, বছর ১৭ এর এক কিশোরীকে ধর্ষণ করা হয়েছে একমন অভিযোগ ওঠে। এ নিয়ে কিশোরীর মা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। ওই মহিলার দাবি, যে ইনস্পেক্টর তাঁর মেয়ের ধর্ষণ কাণ্ডের তদন্ত করছিলেন তিনিই তাঁকে ধর্ষণ করেছেন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিযুক্ত ইনস্পেক্টর অনুপ মৌর্যকে সাসপেন্ড করা হয়েছে। এমনকি, তাঁকে গ্রেফতারও করছে পুলিশ।
ওই কিশোরীর মায়ের অভিযোগ, ওই ইনস্পেক্টর তাঁর আবাসনের কাছাকাছি পেট্রল পাম্পের সামনে গত ২৮ অগস্ট তাঁকে দেখা করতে বলেন। ওই মহিলা ঘটনাস্থলে যান। সেখানে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই মহিলা। ইতিমধ্যে এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে।
অভিযুক্ত ইনস্পেক্টরের দাবি, ওই মহিলাকে আবাসনে নিয়ে গিয়েছিলেন প্রয়োজনীয় নথিপত্রে সই করানোর জন্য। এ নিয়ে কনৌজের পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ বলেছেন, ‘‘প্রাথমিক তদন্তের পর মহিলার অভিযোগ ঠিক বলেই মনে করা হচ্ছে। সাসপেন্ড এবং গ্রেফতার করা হয়েছে ইনস্পেক্টর অনুপ মৌর্যকে। এখন তিনি জেল হেফাজতে রয়েছেন।’’

Skip to content